সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০১৮ ২৩:৩৮

আপডেট:
১৬ মে ২০২৪ ২০:১২

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘টাইম ম্যাগাজিন’-এর করা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন-এর নামও রয়েছে। এছাড়া বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোনের নামও রয়েছে এই তালিকায়।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার নাম নতুন কিছু নয়। ইতোপূর্বে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন, কাতারভিত্তিক আল-জাজিরা, যুক্তরাজ্যভিত্তিক বিবিসি ওয়াল্ডে গুরুত্ব সহকারে তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।



বিভিন্ন সময়ে জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’, জাতিসংঘ ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’, ডব্লিউআইপি (ওম্যান ইন পার্লামেন্ট) গ্লোবাল অ্যাওয়ার্ড-এর মতো নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন শেখ হাসিনা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top