আহসান হাবীবের “একা এবং একা”
 প্রকাশিত: 
 ৯ মার্চ ২০২৫ ২০:২৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৬:৩০
 
                                আহসান হাবীব মূলত একজন প্রফেশনাল কার্টুনিস্ট। তিনি পেশাগত কারণে সাধারনত কমিকস, গ্রাফিক নভেল ইত্যাদি নিয়ে কাজ করেন। তিনি যখন লিখেন তখন তার মাথায় থাকে কমিকস বা গ্রাফিক নভেলের কনটেন্ট। তার গল্পের পিছনে থাকে স্টোরি বোর্ডের মত ছবির চিত্রকল্প। এই কারণেই তার লেখায় একটা সিনেমাটিক ড্রামা থাকে প্রায়শই। তিনি মনে করেন যেকোনো গ্যাজেটেই/ফরম্যাটেই হোক, স্ক্রিনে যে গল্প পাঠক পড়ছে, সেখানে তার সাব-কনসান্স মাইন্ড ছবি খুঁজে। আর তাই পাঠকদের জন্য তার এই ইন্ডি নভেল ‘একা এবং একা ’। প্রকাশনা সংস্থা 'প্রত্যয় প্রকাশন' । পাওয়া যাবে সহরাওয়ার্দী উদ্যান এর মনমুগ্ধকর লেকপাড়ে স্টল নং #৩৫৩ এ।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: