সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ: ৫ জনের মৃত্যু, আক্রান্ত তিন শতাধিক


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৯

আপডেট:
১৩ ডিসেম্বর ২০১৯ ২২:৩৬

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা ও কাজীবাড়ি এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন শতাধিক মানুষ। গত পাঁচ দিনে এ বিপুল সংখ্যক মানুষের ডায়রিয়া আক্রান্তের ঘটনায় বৃহস্পতিবার ঢাকা রোগ নিয়ন্ত্রণ অধিদফতর থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- নগরীর ছোট দেওড়ার কাজী বাড়ি এলাকার মোস্তফা কামালের বাড়ির ভাড়াটে পেট্রোল পাস্প শ্রমিক মোজাম্মেল হোসেনের স্ত্রী কামরুন্নাহার (২১), একই এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটে মাটিকাটা শ্রমিক আবদুল জব্বার (৬০), পূর্ব চান্দনার আলী আকবরের স্ত্রী সুমা আক্তার (৩০), একই এলাকার ছাত্তার বাবুর্চির বাড়ির ভাড়াটে রিকশাচালক আবদুস ছালাম (৫৫) ও আবদুল বাতেনের বাড়ির ভাড়াটে মঞ্জুর হোসেনের ৪ মাসের শিশুপুত্র নাহিদ।

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৯৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আর পাঁচ দিনে চিকিৎসা নিয়েছেন ৩০৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী।

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, আক্রান্ত এলাকাটি সিটি করপোরেশন এলাকায়। তারপরও তারা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সাথে মিলে কাজ করছেন। তারা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। তাছাড়া ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেছেন।

ডা. দেবাশিষ সাহার নেতৃত্বে ঢাকার রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন। তারা পানির ৮ ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইসিডিডিআরবিতে পাঠিয়েছেন। প্রতিনিধি দলের প্রধান তাকে জানিয়েছেন ‘পানি থেকেই ডায়রিয়া ছড়িয়েছে।'

গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (পানি) মো. নজরুল ইসলাম জানান, চারদিন ধরে ওই দুটি এলাকায় পানি সরবরাহ লাইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত পানি সরবরাহ লাইনে কোনো ত্রুটি পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top