সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


শীতে কাঁপছে সারাদেশ, আজ তাপমাত্রা আরো কমবে


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৩

আপডেট:
১৬ মে ২০২৪ ১৮:২৬

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীসহ সারাদেশে মৃদু-মাঝারি শৈত্যপ্রবাহে বৃদ্ধি পাচ্ছে শীতের প্রকোপ। বাড়ছে শীতজনিত রোগ-বালইও। ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় ঠান্ডাজনিত রোগ ব্রংকিউলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমাসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। এসব রোগীদের অধিকাংশই আবার শিশু ও বৃদ্ধ।

ঘন কুয়াশায় দেখা নেই সূর্যেরও। কুয়াশার কবলে আকাশ, নৌ ও সড়কপথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার কারণে ঝুঁকির মধ্যে আছে রবিশষ্যসহ বোরো ধানের বীজতলা। অন্যদিকে শীতের কবলে পড়ে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, দেশের উত্তরাঞ্চলের রাজশাহী এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আজ শনিবার পর্যন্ত থাকতে পারে। তবে আগামীকাল রোববার থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, মধ্য ডিসেম্বরে সাধারণত দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কয়েক দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাই বেড়েছে শীতের প্রকোপও।

এদিকে তীব্র শীতে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শোয়েব মাহমুদ বলেন, এই সময়টাতে শিশুদের ব্রংকিউলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা আক্রান্ত হতে বেশি দেখা যায়। এসব ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই।

এদিকে ঘন কুয়াশায় বিমান চলাচলও বিঘ্নিত হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে অভ্যন্তরীণ আকাশপথে পাঁচটি ফ্লাইট দেরিতে ছাড়ে। তবে আন্তর্জাতিক আকাশপথের ফ্লাইটগুলো সময়মতো ঢাকা ছেড়েছে।

এ ছাড়া আরিচা-পাটুরিয়া নৌরুটে বন্ধ ছিল ফেরি পারাপার। অন্যদিকে কুয়াশার বাড়-বাড়ন্তে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে করে দীর্ঘ যানজটের কবলে পড়ে সাধারণ যাত্রীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top