সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা আরও কমার আভাস


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০১৯ ০১:৫৪

আপডেট:
৩০ ডিসেম্বর ২০১৯ ০৬:৫২

শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুনের তাপ নিচ্ছে কয়েকজন

প্রভাত ফেরী ডেস্ক: একদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে টানা তিনদিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ আরও বিস্তারও লাভ করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর পরবর্তী তিন দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

এদিকে, কয়েকদিন রোদের দেখা না পাওয়া নগরবাসী খুশি হয়েছিল হঠাৎ রোদের ঝলকানিতে। কিন্তু সে রোদ ঢেকে গেল মেঘ আর কুয়াশায়। বৃহস্পতিবার রোদের আলো ঢেকে দিল সূর্যগ্রহণ। এরপর মেঘে মেঘে বেলা কেটে গেল। কিন্তু আর রোদের দেখা মিলল না। বরং মেঘ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এনে দিল কনকনে শীত। পৌষের প্রায় মাঝামাঝি সময়ে শীতের চোরা বাতাসের আনাগোনা এটা স্বাভাবিক। কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। এর ফলে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে।

ঢাকা নগরবাসী কিছুটা শীতের মোকাবেলা করলেও, দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষ শীতের কাছে যেন একেবারে কাবু। কিছুটা উত্তাপ পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ঢাকার বাইরে এই দৃশ্যপট এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ে। তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকায় তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ, রংপুর আর রাজশাহীতে তাপমাত্রা ছিল প্রায় কাছাকাছি। অর্থাৎ ৯.৪ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

পৌষে কেন বৃষ্টি? এ প্রশ্নের উত্তরে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি লঘু চাপ আছে। যে কারণে বৃষ্টির প্রভাব রয়েছে। বৃহস্পতিবার কোথাও কোথাও বৃষ্টি হলেও, আজও কোনো কোনো স্থানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাদারীপুর, ফরিদপুরসহ আশপাশের জেলায় বৃষ্টিপাতের সঙ্গে মৃদ্য শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ইতোমধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে এ শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। শুধু তাই নয়, এটি অব্যাহত থাকার আভাস দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top