সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


চলতি অক্টোবর মাসেই সৌদি থেকে ফিরলেন ৫৩৪ বাংলাদেশি শ্রমিক


প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৯ ২৩:৫৪

আপডেট:
১৮ মে ২০২৪ ১২:৪০

চলতি অক্টোবর মাসেই সৌদি থেকে ফিরলেন ৫৩৪ বাংলাদেশি শ্রমিক

প্রভাত ফেরী ডেস্ক: সৌ‌দি আর‌বে বাংলাদে‌শি কর্মী‌দের ধরপাকড় ও দে‌শে ফেরত পাঠা‌নোর প্রক্রিয়া অব্যাহত আছে। চলতি অক্টোবর মাসেই ফিরলেন ৫৩৪ বাংলাদেশি শ্রমিক। গতকাল বুধবার রাত ১১টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ বিমানযোগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৯৩ জন কর্মী।



বুধবার রাতে ফেরত আসা জামালপুরের জমির, লক্ষীপুরের জহির উদ্দিন, চাঁদপুরের রাসেল ও চট্টগ্রামের মজিবর জানান, মাত্র দুই মাসের মাথায় তাদের দেশে ফিরতে হলো। খরচের টাকাটাও তারা তুলতে পারেননি।



ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছ‌র এখন পর্যন্ত অন্তত ১৩ হাজার বাংলা‌দে‌শি‌কে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। সাধারণ ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গি‌য়ে ধরা পড়‌লে ফেরত পাঠানো হতো।



কিন্তু এবার ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন, তাদের বৈধ আকামা ছিলো। আসলেই এমনটা হয়েছে কী না সেটা দূতাবাস ও মন্ত্রণালয়ের খতিয়ে দেখা উচিত যাতে নতুন করে যারা যেতে চাইছেন তারা বিপদে না পড়েন। আর ফ্রি ভিসায় গি‌য়ে কেউ যেন বিপ‌দে না পড়েন, প্রত্যেকে গিয়ে যেন চাকুরি পান রিক্রুটিং এজেন্সিগুলের সেটাও নিশ্চিত করা উচিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top