বাংলাদেশের পতাকা হাতে শততম দেশে নাজমুন নাহার
প্রকাশিত:
২ জুন ২০১৮ ১২:৪৫
আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭
বাংলাদেশের পতাকা হাতে শততম দেশ হিসেবে জিম্বাবুয়েতে পা রেখেছেন ভ্রমণপ্রিয় নাজমুন নাহার সোহাগী। আর এর মাধ্যমেই ভ্রমণের তালিকায় যুক্ত করে নিয়েছেন ১০০টি দেশ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘হ্যালো বাংলাদেশ, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশের পতাকা হাতে আমি পা রাখবো শততম দেশ জিম্বাবুয়েতে!’
পরে শুক্রবার এক ফেসবুক পোস্টে নাজমুন নাহার জানান, ‘বাংলাদেশের পতাকা হাতে আজ পূর্ণ হলো আমার শততম দেশ ভ্রমণের ইতিহাস! প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জানান জাম্বিয়ান সরকারের স্থানীয় গভর্নর হ্যারিয়েট কায়িনা! বাংলাদেশের পতাকা নিয়ে গত সতেরো বছর ভ্রমণের ইতিহাসের আজকের মাইলফলক হিসেবে আমাকে ‘Flag Girl` উপাধি দেন জাম্বিয়ান সরকারের গভর্নর! বাংলাদেশ সময় দুপুর তিনটায় আমি জিম্বাবুয়েতে পায়ের প্রথম স্টেপটি রাখলাম!’
নাজমুন নাহারের জন্ম লক্ষ্মীপুর জেলার একটি মধ্যবিত্ত পরিবারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকত্তর শেষে কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ও সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।
প্রথম দেশের বাইরে যাওয়ার সুযোগ হয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। ২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রথম বিদেশ ভ্রমণ হিসেবে ইন্ডিয়ার পাঁচমারীতে ‘ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে যোগ দেন তিনি। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছিলেন পৃথিবীর ৮০টি দেশের গার্লস গাইড এবং স্কাউটদের সঙ্গে। তবে পৃথিবী ভ্রমণের সুযোগ পেতে বেশি দেরি হয়নি তার। এরপর ২০০৬ সালে সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার সুযোগ পান তিনি। আর এতেই সুযোগ মিলে যায় বিশ্ব ভ্রমণেরও। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জব করে টাকা জমাতে থাকেন তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: