ইতালির প্রমোদতরীতে আটকা সাত হাজার পর্যটক
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২০ ২২:২৬
আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩২
প্রভাত ফেরী ডেস্ক: চীন থেকে বিস্তার লাভ করা করোনা ভাইরাসে একজন আক্রান্ত হওয়ার পর শঙ্কায় ইতালির একটি প্রমোদতরীতে প্রায় ৭ হাজার মানুষ আটকা পড়েছে। বৃহস্পতিবার যাত্রাপথে বিশাল ওই জাহাজে একজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর থেকেই সেখানে থাকা যাত্রীরা আটক অবস্থায় রয়েছেন। বিবিসি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোমের সিভিটাভেচিয়া বন্দরের কাছাকাছি ইতালিয়ান সংস্থা কোস্টা ক্রোসিয়ারের এক প্রমোদতরীতে ছিলেন চীন শাসনাধীন ম্যাকাওয়ের এক দম্পতি। স্ত্রী জ্বরে আক্রান্ত হলে জাহাজে থাকা তিনজন চিকিৎসক ও একজন নার্স তাদের পরীক্ষা-নিরীক্ষা করার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানান।
ইতালিয়ান কোম্পানি কোস্টা ক্রোসেয়ারে নিশ্চিত করেছে কোস্টা মেরালডা নামের ওই প্রমোদতরীতে তাদের মালিকানাধীন। যাত্রী ও ক্রুসদস্যসহ বর্তমানে অবরুদ্ধ ওই জাহাজটিতে প্রায় ৭ হাজার মানুষ রয়েছে। কোম্পানিটির মুখপাত্র বলেছেন, ‘সেখানে ম্যাকাওয়ের এক নারীর আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।’
মুখপাত্র আরও বলেন, ‘জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করছে।’ প্রমোদতরীর ভেতর আটকে পড়া গ্যাবি নামের এক যাত্রী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘আমরা সিভিটাভেচিয়া বন্দরে পৌঁছালেও আমাদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না। তারা বলছে, স্বাস্থ্য পরীক্ষার পর নাকি নামতে দেওয়া হবে।’
প্রমোদতরীটি দক্ষিণ ইতালির সাভোনা বন্দর থেকে যাত্রা শুরু করে। এরপর দক্ষিণ ফ্রান্সের মার্সেই, স্পেনের বার্সেলোনা ও পালমা বন্দরে যাত্রাবিরতির পর সিভিটাভেচিয়া বন্দরে পৌঁছায়। স্থানীয় সংবাদ সংস্থা এএনএসএ বলছে, দ্রুতই পরীক্ষার ফল পাওয়া যাবে। ৫৪ বছর বয়সি নারী ও তার স্বামীকে একঘরে করে রাখা হয়েছে।
বিষয়: করোনা ভাইরাস ইতালি চীন
আপনার মূল্যবান মতামত দিন: