সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বাংলাদেশের মঞ্জুর ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিটিতে


প্রকাশিত:
৯ জুন ২০১৮ ১৪:২৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৪

বাংলাদেশের মঞ্জুর ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিটিতে

ফিনল্যান্ড প্রবাসী সমাজবিজ্ঞানী ড. মঞ্জুরে মওলা দেশটির আলতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ১৫ সদস্যের কমিটির একজন হিসেবে এই পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।



ফিনল্যান্ডে ড. মঞ্জুরই প্রথম ও একমাত্র বাঙালি, যিনি এমন পদে নির্বাচিত হলেন।



ইতোপূর্বে ২০১৫ সালে মঞ্জুরে মওলা আলতো বিশ্ববিদ্যালয়ের ফান্ড কমিটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।



দুই সন্তানের জনক এই গবেষকের জন্ম বাংলাদেশের বগুড়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন।



গবেষণার পাশাপাশি ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য হেলসিংকিতে ‘বাংলাদেশি মিউজিক স্কুল ইন হেলসিংকি’ নামের একটি প্রতিষ্ঠান খুলেছেন মঞ্জুরে মওলা। একই সঙ্গে ফিনল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের উন্মুক্ত আলোচনার ভার্চুয়াল ফোরাম ‘বুদ্ধিবৃত্তিক আড্ডা’র সভাপতি তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top