মাসুদ রানা আসছে বড় পর্দায়
প্রকাশিত:
১ আগস্ট ২০১৮ ১২:০৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৪১

মাসুদ রানাকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে তিনটি গল্পের লিখিত অনুমতিও নিয়ে নিয়েছে জাজ। গল্পগুলো হল ধ্বংস পাহাড়, ভারতনাট্যম ও স্বর্ণমৃগ।
গতকাল রবিবার জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে। এতে বলা হয়, মাসুদ পারভেজ ভাই মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে, ১৯৭৩ সালে মাসুদ রানা চলচ্চিত্র তৈরি করেন। আর ছবিটি মুক্তি পায় ১৯৭৪ সালে। এর পর আর মাসুদ রানা হয়নি । মূলত কাজীদা (কাজী আনোয়ার হোসেন) কাউকে মাসুদ রানা বানানোর জন্য রাইট দেয় না, কারণ কেউ নাকি ঠিক মত রানাকে উপস্থাপন করতে পারবে না। জাজ এর শুরুতেই একটা বই এর রাইট এর জন্য যোগাযোগ করা হলে, উনি রাইট দেয়নি।
তবে শুভ সংবাদ হলো, এখন কাজীদা জাজের উপর আস্থা রেখেছেন। উনার বিশ্বাস জাজ ঠিক মত মাসুদ রানা বানাতে পারবে । এই জন্য প্রথমে উনার ৩টি বইয়ের রাইট দিয়েছে ৫ বছরের জন্য:
জাজ এই ৩টি সিনেমা বানাবে ৫ বছরের মধ্যেই । প্রথম সিনেমার নাম : মাসুদ রানা (ধ্বংস পাহাড়) যার প্রাথমিক বাজেট ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে । কাজীদার অনুমতি নিয়ে পূর্বের গল্পের প্লট ঠিক রেখে, আমরা নতুন করে গল্পের বিন্যাস করছি । আমরা শুটিং করবো দেশে বিদেশে। এই শুটিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাপ্তাই বাঁধের শুটিং এর পারমিশন পাওয়া। কারণ, কাউকে কখনো কাপ্তাই বাঁধে শুটিং করতে দেওয়া হয়নি। এমনকি সেখানে জনসাধারণেরও প্রবেশাধিকার নেই । যাই হোক, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে পারমিশন নেওয়ার চেষ্টা করবো ।
এখন কথা হচ্ছে কে হবে মাসুদ রানা? যাকে নেবো, তাকে আগামী ৩টি মাসুদ রানা সিরিজের জন্য নেওয়া হবে, সেই অনুযায়ী চুক্তি করা হবে। কে হবে মাসুদ রানা, তা খুব শীঘ্রই আপনাদের জানানো হবে । আর মাসুদ রানা মুক্তি দেওয়া হবে বিভিন্ন ভাষায়, বিভিন্ন দেশে একই দিনে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: