পাকিস্তানের ক্রিকেটার ফখরের সঙ্গে জেরিনের প্রেম


প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৮ ০৯:০৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২২:০০

পাকিস্তানের ক্রিকেটার ফখরের সঙ্গে জেরিনের প্রেম

নতুন করে প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। এক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে প্রেমে মজেছেন তিনি। টেনিস তারকা সানিয়া মির্জা যেমন শোয়েব মালিককে বিয়ে করেছিলেন, ঠিক তেমনি সীমান্তের ওপারে ভালোবাসা খুঁজে পেয়েছেন জেরিন। আর সেই ব্যক্তি হলেন ফখর জামান।

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে এই নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে অতীতের মতো এই গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন জেরিন খান। এই প্রথম নয়। এর আগে পাকিস্তানের ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতা সেন, শোয়েব আক্তারের সঙ্গে সোনালি বেন্দ্রের প্রেম ছিল। এ কথা হয়তো অনেকেরই জানা।

এদিকে ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক বেশ পুরনো। মনসুর আলি খান ও শর্মিলা ঠাকুর থেকে শুরু আর সবশেষ সংযোজন বিরাট কোহলি-আনুশকা।

২০১০ সালে ‘ভীর’ ছবির মাধ্যমে অভিষেক জেরিনের। সালমানের সঙ্গে জেরিনের প্রথম ছবি বেশ প্রশংসিত হয়। তার রূপে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

কিন্তু পরে বেশ কিছু ছবি করলেও জেরিন সেভাবে আলোচনায় আসতে পারেননি। অবশেষে ‘হেট স্টোরি-৩’ ছবিতে হাজির হন ব্যাপক খোলামেলা হয়ে। এরপর থেকেই তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। এরপর ‘আকসার-টু’তেও সাহসী ভুমিকা দেখান এ অভিনেত্রী।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top