এন্ড্রু কিশোরকে নিয়ে গান গাইলেন শিষ্য রবি কিশোর
প্রকাশিত:
১১ আগস্ট ২০২০ ২৩:৪৩
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:৩০

প্রভাত ফেরী: প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে নিয়ে একটি গান করেছেন তারই শীষ্য দাবি করা টাঙ্গাইলের শিল্পী রবি কিশোর। ‘দাদা তুমি চলে গেলে আমায় ফেলে একা, এই জনমে তোমার সাথে আর হবে না দেখা’- এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন রুবেল হোসেন ও সুর করেছেন সোহেল রানা।
গানটি এরই মধ্যে অনলাইনে প্রকাশ হয়েছে। ছোটবেলা থেকেই এন্ড্রূ কিশোরের মতো করে গান করার চেষ্টা করেছেন এ সঙ্গীতশিল্পী। তার দাবি, তার গাওয়া গানে মুগ্ধ হয়ে মূল নাম রবিউল থেকে ‘রবি কিশোর’ নামটি দিয়েছেন এন্ড্রূ কিশোর নিজেই।
এ প্রসঙ্গে রবি কিশোর বলেন, ‘ছোটবেলা থেকেই শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরের গান ভালোলাগত। সে থেকেই তার গানে কণ্ঠে তুলতাম। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার সঙ্গে আমি বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যোগদান করতাম। তিনি আমাকে ভালোবেসে ডাকতেন রবি কিশোর নামে। যতদিন বেঁচে থাকি তার গাওয়া গান গেয়ে আমি মানুষের মাঝে গুরুকে বাঁচিয়ে রাখব।’
বিষয়: এন্ড্রু কিশোর
আপনার মূল্যবান মতামত দিন: