সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


উদ্বেগজনিত রোগ নিয়ে নাটক ‘ওসিডি’


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:১৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০২:৩৭

 

প্রভাত ফেরী: ওসিডিতে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক একটি বিশেষ ধরনের চিন্তা বা তাড়নায় আটকে যায়। এ কারণে সে একই ধরনের কাজ বারবার করতে থাকে। যেমন, ঘর থেকে বের হওয়ার পর দরজায় তালা লাগিয়েছে কিনা- এমন ধরণের দ্বিধা বা প্রশ্ন কারো মধ্যে মাত্রাতিরিক্ত জাগলে তখন তা উদ্বেগজনিত রোগ। সারাবিশ্বে প্রতি ৫০ জনে একজন জীবনের কোনও না কোনও সময় এই রোগে ভোগে।

এমনই একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটক ‘ওসিডি’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা উপহার দিতে যাচ্ছে বিশেষ নাটকটি। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সারিকা সাবাহ, মনিরা মিঠু ও তাহসিন অপ্সরা।

‘ওসিডি’ রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ওসিডি খুবই মারাত্মক একটি রোগ এবং পৃথিবীর দশটা রোগের মধ্যে এর স্থান তৃতীয়। ওসিডি এতটাই যন্ত্রণা দেয় যে, মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতার জন্ম হয়। তাই আমরা হাস্যরসের মাধ্যমে একটা বক্তব্য দিতে চেয়েছি।’

‘ওসিডি’ নাটকে রয়েছে ‘ইয়ার্কি’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন জনি হক। গানটি গেয়েছেন আয়েশা মৌসুমী ও নূরনবী। সুর ও সংগীত পরিচালনায় আহমেদ সবুজ। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এ মাসেই মুক্তি পাবে ‘ওসিডি’।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top