বলিউড সুপারস্টারদের কিছু বেফাঁস মন্তব্য!
প্রকাশিত:
৭ মে ২০১৮ ২৩:৪০
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৪:০৬
মানুষের মন মেজাজ তো আর সবসময় ভালো থাকে না। সে যত বড় নায়ক নায়িকাই হোক না কেন।মাঝে মাঝেই বেফাঁস মন্তব্য করে ফেঁসে যান বলিউড তারকারা। আমির-শাহরুখ থেকে শুরু করে বলিউডের অনেক তারকাকেই বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়তে হয়েছে।
কখনও ক্যামেরার সামনে, কখনও বা পিছনে-নানা সময় বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হন তারা। অনেকের মন্তব্যে তো কখনো কখনো হইচইও বেধে যায়। তাহলে দেখে নিন বলিউড তারকাদের তেমনই কিছু বেফাঁস মন্তব্য।
আমির খান
বলিউডের এ তারকার একটি মন্তব্য নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন আমির, শাহরুখ মাঝে মাঝেই আমার পা চাটে, তখন আমি তাকে বিস্কুট খাওয়াই। পরবর্তী প্রশ্নের আগে বলতে চাই যে শাহরুখ হল আমার পোষা কুকুরের নাম।’
সালমান খান
এক প্রশ্নের উত্তরে সালমান বলেছিলেন, আমি এখনও ভার্জিন। আমার হবু স্ত্রীর জন্যই এই ভার্জিনিটি বাঁচিয়ে রেখেছি।
শাহরুখ খান
আমি বন্ধু বানাতে পারি না, নিজের মতোই থাকি। আমার ভালবাসাও সবসময় প্রকাশ করি না। নিজেকে নিয়ে এমনই বেফাঁস মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন বলিউডের কিং খান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: