সিডনী মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩, ২১শে অগ্রহায়ণ ১৪৩০


তিন খানকে এক করতে চেয়েছিলেন অনুপম খের


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৩ ১৪:৪৬

আপডেট:
৫ ডিসেম্বর ২০২৩ ২১:১৭


বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন হয়তো অনেক নির্মাতাই দেখেছেন। তাদের মধ্যে একজন বলিউডের গুণী অভিনেতা এবং নির্মাতা অনুপম খের।

তিন খানকে নিয়ে ‘ওম য্যায় জগদীশ’ নামে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। তিন নায়কের জন্য নায়িকা হিসাবে রানী মুখার্জি, প্রীতি জিনতা এবং কাজলকে পছন্দ ছিল অনুপমের।

সিনেমাটি প্রযোজনার জন্য যশরাজ ফিল্মের কাছেও যান। সে সময় যশরাজ ফিল্মস জানায়, যদি অনুপম এ তারকাদের রাজি করাতে পারেন তবে তারা অবশ্যই সিনেমাটি বানাবে।

তবে শিডিউলের অজুহাত দেখিয়ে তিনজনই অনুপমকে ফিরিয়ে দেন। হতাশ হয়ে অনুপম খেরও সরে আসেন এ সিনেমার পরিচালনা থেকে। তবে যশরাজ ফিল্মস সিনেমাটির কাজ বন্ধ রাখেনি।

পরবর্তীতে ভাসু ভাগনানিকে পরিচালনার দায়িত্ব দিয়ে অনিল কাপুর, অভিষেক বচ্চন ও ফারদিন খানকে নিয়েই ‘ওম য্যায় জগদীশ’ নির্মাণ করে যশরাজ।

এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মহিমা চৌধুরী, উর্মিলা মাতন্ডকর ও তারা শর্মা। তবে বক্স অফিসে সিনেমাটি সফল হয়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top