সিডনিতে অনুষ্ঠিত হবে জনপ্রিয় সংগীত শিল্পী তাহসানের কনসার্ট
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৬
আপডেট:
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৮
এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম প্রধান সংগীত তারকা, তরুণ-তরুণীদের হার্টথ্রব, সুদর্শন অভিনেতা এবং মডেল "তাহসান খান" সিডনিতে আসছেন গান শোনাতে। আগামী ১ জুন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে সিডনির দর্শক-শ্রোতাদের মাতাতে তাঁকে নিয়ে আসছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্রদের অস্ট্রেলিয়ার এল্যামনাই "রেমিয়ানস অস্ট্রেলিয়া"। তিনি সম্মত হয়েছেন জেনে প্রবাসী সংগীতপ্রেমীদের মাঝে তুমুল আলোড়ন তৈরী হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ঘিরে আবাল-বৃদ্ধ-বনিতার আগ্রহের কমতি নেই।
যুব সমাজের মুহুর্মুহ প্রশ্নবানে আনন্দিত আয়োজকরা তাই অনুষ্ঠানের টিকিট উন্মুক্ত করে দিয়েছে। টিকেট পাওয়া যাচ্ছে www.deshievents.com.au নামের অনলাইন টিকেট বিক্রয় কেন্দ্র থেকে। রেমিয়ানস অস্ট্রেলিয়ার এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে রয়েছে বাংলাদেশের বৃহত্তম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম aarong.com নামের অনলাইন প্রতিষ্ঠানটি। প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশীয় প্রোডাক্ট সহজলভ্য করতে যাদের জুড়ি মেলা ভার। রেমিয়ানস অস্ট্রেলিয়ার অভিজ্ঞ আয়োজকদের মাধ্যমে সিডনির সুধীবৃন্দ স্বাদ পেতে যাচ্ছে একটি মনোজ্ঞ সংগীত সন্ধ্যার এবং দ্বীপ মহাদেশে যোগ হবে অভূতপূর্ব এক সাংস্কৃতিক সংযুক্তি। আর এদিকে শিল্পী তাহসান খান জানিয়েছেন তিনিও উন্মুখ হয়ে আছেন মন মাতানো পরিবেশনায় সিডনির দর্শকমণ্ডলীকে আনন্দিত করতে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: