সিডনী শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১


মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫০

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১২

 


মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয়েছে আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগরের।


১৭ ফেব্রুয়ারি সকালে ভারতের দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে তার।


জানা গেছে, কিছু দিন আগে সুহানির পা ভেঙ্গে যায়। তারপর থেকেই শুরু হয় সমস্যা। পায়ের জন্য কিছু ওষুধ খাচ্ছিলেন তিনি। এর পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে তার শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল সুহানিকে। সেখানে বেশ কয়েক দিন ধরে চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র ১৯ বছরেই প্রাণ হারালেন তরুণ অভিনেত্রী।

আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সুহানি। তবে ‘দঙ্গল’-এর পর খ্যাতি পান তিনি। ফতিমা সানা শেখ, জায়রা ওয়াসিম, সানিয়া মালহোত্রাদের পাশাপাশি সুহানির কাজও প্রশংসিত হয়।

‘দঙ্গল’-এর সাফল্যের পর একাধিক কাজের অফার পেয়েছিলেন সুহানি। কিন্তু সেই সময় পড়াশোনায় মন দেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করতে চান। তারপর আবার অভিনয় জগতে ফিরতে চান। কিন্তু তা আর হলো না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top