সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ঢাকায় আসছেন অঞ্জন দত্ত


প্রকাশিত:
৩ মার্চ ২০২৪ ১২:০৬

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৪:১০

 

দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ১১ মে গান গাইতে আসছেন দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। তার সাথে কনসার্টে আরো গান গাইবেন কাকতাল ও আহমেদ হাসান সানি।
সেদিন সন্ধ্যায় ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২’ কনসার্টে গান গাইবেন তিনি।


এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। ওই কনসার্টে আরো ছিলেন আহমেদ হাসান সানি।

আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শকদের। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।

কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়াম। এ কনসার্টের গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে তিন হাজার টাকা।

এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। আশা করছি, চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে গেট সেট রকে কনসার্টের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’


কনসার্টের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়ামের ফেসবুক পেজে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top