৭৭তম কান উৎসবের আন সার্টেইন রিগার্ড জুরির সভাপতি হিসেবে ফিরছেন জাভির ডোলান
প্রকাশিত:
১০ মার্চ ২০২৪ ১৫:৫৮
আপডেট:
১০ মার্চ ২০২৪ ১৬:১৫
৭৭তম কান উৎসবের আন সার্টেইন রিগার্ড জুরির সভাপতি হিসেবে ফিরছেন জাভির ডোলান। সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের দক্ষতা ও অদম্য সাহসিকতার ফলশ্রুতিতেই সভাপতি পদে তার এই পদোন্নতি। দায়িত্বটিকে আন সার্টেইন রিগার্ড জুরির সদস্যদের নিয়ে একসাথে কাজ করার অপরিসীম এক সুযোগ হিসেবে দেখছেন এই চলচ্চিত্র নির্মাতা। তাছাড়া প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের তুলে আনতেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে কোয়েন ব্রাদার্সের সভাপতিত্বের জাভির ডোলান জুরি প্রধান হিসেবে যোগদান করেন।
কেবল ১৯ বছর বয়সে জাভির ডোলান নির্মাণ করেন তার প্রথম ফিচার ফিল্ম 'আই কিল্ড মাই মাদার' যেখানে পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলানোর পাশাপাশি করেছেন অভিনয়ও।3 পরবর্তীতে তার এই মাস্টার স্ট্রোক চলচ্চিত্রটি কানাডায় একাডেমিক এওয়ার্ডের জন্য মনোনীত হয়।
২০১০ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় চলচ্চিত্রটি তার বহুমুখী প্রতিভাকে উন্মোচিত করে। স্বীকৃতিস্বরূপ, মাত্র ২১ বছর বয়সে তিনি প্রবেশ করেন আন সার্টেইন রিগার্ডের জগতে এবং জিতেছেন অসংখ্য পুরস্কার। মনস্তাত্ত্বিক থ্রিলার 'টম অ্যাট দ্যা ফার্মের' পর তার পঞ্চম ফিচার ফিল্ম 'মাম্মি' যৌথভাবে জুরি পুরস্কার লাভ করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: