সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


বঙ্গবন্ধুকে নিয়ে ১০৫ শিল্পীর কণ্ঠে এক গান


প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪ ১৬:৩৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ২৩:২৫


১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের তত্ত্বাবধানে একটি নতুন গান তৈরি হয়েছে। এটি লিখেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ১০৫ জন শিল্পী। একই শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিও। শুটিং হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের সামনে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে শিল্পীরা গানটির অডিও আর ভিডিওতে অংশ নেন।

সংগঠনগুলো হলো বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), সারগাম ললিতকলা একাডেমি, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মহীরুহ সাংস্কৃতিক সংগঠন, নির্ঝরিণী একাডেমি, স্বপ্নকুঁড়ি, গীতাঞ্জলি, নিবেদন, গীতিশতদল, রবিরশ্মি, সঙ্গীতভবন, লোকাঙ্গন ও উঠোন।

গানটি প্রসঙ্গে গীতিকবি আখতার হুসেন বলেন, ‘আমার বহু বছরের লালিত স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ওপর একটি বিশেষ গান করার। সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

গানের ভিডিও নির্দেশনায় ছিলেন বিটিভির মহাপরিচালক নূরুদ্দিন জাহাঙ্গীর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top