সিডনী শনিবার, ৫ই অক্টোবর ২০২৪, ২০শে আশ্বিন ১৪৩১


এবার অস্ট্রেলিয়া যাচ্ছে জলের গান


প্রকাশিত:
২ জুন ২০২৪ ১৭:৫০

আপডেট:
৫ অক্টোবর ২০২৪ ১৯:৩২


তরুণদের মাঝে সবসময় জনপ্রিয় জলের গান। গানে গানে তারা ছড়িয়ে দেন তারুণ্যর বার্তা। দেশে বা দেশের বাইরে যেখানেই হাজির হোক জলের গান, সেখানেই ভিড় জমে যায় তরুণদের। তারই ধারাবাহিকতায় এবার জলের গান যাচ্ছে অস্ট্রেলিয়ায়।


আগামী ২ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে গানের দলটি। ৫ জুলাই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার চার্লসওয়ার্থ থিয়েট্রেটে প্রথম শো করবে তারা। পরদিন ৬ জুলাই সিডনির হার্স্টভিলের মারানা অডিটোরিয়ামের মঞ্চে উঠবে এ গানের দল।
এ দুই শহর ছাড়াও ভিক্টোরিয়া অঞ্চলের বৃহৎ শহর মেলবোর্ন ও দক্ষিণাঞ্চলের শহর অ্যাডিলেডেও শো করার কথা রয়েছে তাদের।


প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর নিয়ে জলের গানের কণ্ঠশিল্পী রাহুল আনন্দ বলেন, ‘বেশ কয়েকটি দেশে শো করার সুবাদে বুঝেছি, দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন ভূখণ্ডে অবস্থান করলেও প্রবাসীদের বাংলা গানের তৃষ্ণা এতটুকু কমেনি। তাই অতীত অভিজ্ঞতা থেকে আশা করছি, অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষী দর্শক-শ্রোতার কাছে আমাদের গানগুলো সমাদর পাবে।’
রাহুল আনন্দ আরও জানান, অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি কমিউনিটি অনেক বছর ধরেই নানা ধরনের সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। বিভিন্ন শহরে আয়োজিত সেসব অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে দেশীয় ব্যান্ড, শিল্পী ও মিউজিশিয়ানদের।


এবার বিভিন্ন শহরের তেমনই কয়েকটি শোতে গাইতে আহ্বান জানানো হয়েছে জলের গানকে। তাদের ডাকে সাড়া দিতেই ৯ সদস্যের দল নিয়ে জলের গান যাচ্ছে অস্ট্রেলিয়ায়। প্রতিটি শো উপস্থিত দর্শকের সংগীত তৃষ্ণা মেটাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে স্টেজ শো ও টিভি আয়োজনের পাশাপাশি প্রতিমাসে নতুন গানের প্রকাশনা ধরে রেখেছে জলের গান। চলতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অনলাইনে ‘রঙের গান’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করবে দলটি।


গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন কনক আদিত্য। সংগীতায়োজন করেছেন শিল্পী রাহুল আনন্দ ও জলের গানের বাকি সদস্যরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top