সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


বৃষ্টিভেজা ঢাকায় গাইলেন নচিকেতা, সঙ্গ দিলেন ফেরদৌস


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪ ১৮:০০

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৬:০৫

ছবি: সংগৃহীত


দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী মঞ্চ মাতালেন ঢাকায়। শুক্রবার (১২ জুলাই) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে যোগ দিয়ে মন্ত্রমুগ্ধ পরিবেশনায় সংগীতপ্রেমীদের গান গেয়ে শুনিয়েছেন।

বাংলাদেশে নচিকেতার ভক্তশ্রোতা অগণিত। তাই তো মঞ্চে আসতেই দর্শকদের উল্লাস।


নচিকেতার জবাব, ‘ভাইসব, এইটার জন্যই বাংলাদেশে ছুটে আসা।’ এরপর আর সময় না নিয়েই গাইতে শুরু করলেন ‘অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন...।’
এদিকে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে নচিকেতার সঙ্গে প্রথমবারের মতো মঞ্চে হাজির ছিলেন অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নচিকেতার সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন।


যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে।’
দীর্ঘ ক্যাপশনে ফেরদৌস আরো লেখেন, ‘এ যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিংগার। ‘হঠাৎ বৃষ্টি’ কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র।


অনন্ত ভালোবাসা তোমার জন্য।’
নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। ওপার বাংলার মতো এপার বাংলাতেও সমান জনপ্রিয় এই গায়ক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top