সিডনী শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১


শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় চিত্রাঙ্কন করেছেন অভিনেত্রী পারসা ইভানা


প্রকাশিত:
১১ আগস্ট ২০২৪ ১৬:০৮

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৭

 


শিক্ষার্থীদের আন্দোলনে প্রথম থেকেই সরব ছিলেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারই প্রমাণ দিলেন রাস্তায়। যেখানে দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে তাক লাগিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। তাদের পাশে অংশ নিলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই অভিনেত্রী।পুরো বাংলাদেশ রং তুলির আঁচড়ে ছেয়ে গেছে। রাজধানীর পথঘাট রঙে রঙে রঙিন হয়ে উঠেছে। এবার ঘরে বসে থাকতে পারলেন না পারসা ইভানা। দেয়ালে গ্রাফিতি আঁকতে সোজা চলে গেলেন রাস্তায়। শিক্ষার্থীদের সঙ্গে ধরলেন রং তুলি।রাজধানীর রাস্তায় দেয়ালে দেয়ালে বিভিন্ন ছবিতে, ভাষায়, শহীদদের স্মরণে অনেক কিছু আঁকা হয়েছে, হচ্ছে। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে পারসা এই গ্রাফিতি অঙ্কনের কাজে ছাত্রদের সঙ্গে শামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেন। যোগ দিতে জানতে চেয়েছিলেন বিস্তারিত।কয়েকজনকে নিয়েই তিনি ছুটে গেছেন রাজধানীর উত্তরায়। সেখানকার দেয়ালে এঁকে চমকে দিলেন শিক্ষার্থীদের।সংবাদ মাধ্যমকে পারসা ইভানা বলেন, ‘আমি আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না। শিক্ষার্থীদের সঙ্গে পথে নামতে চাইছিলাম। এজন্য পোস্টও দিয়েছিলাম। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। রাস্তায় নামলাম। দেয়ালে দেয়ালেও ছবি আঁকলাম। নতুন বাংলাদেশের ছবি আঁকছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top