কান চলচ্চিত্র উৎসবেও ট্রাম্পের সমালোচনা


প্রকাশিত:
১৬ মে ২০১৯ ০৭:১৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০২:৩৪

কান চলচ্চিত্র উৎসবেও ট্রাম্পের সমালোচনা

শুরু হল কান চলচ্চিত্র উৎসব। এরইমধ্যে কানের লাল গালিচা আলো করেছেন সেলেনা গোমেজ, জুলিয়ান মুর, টিলডা সুইনটন, এলি ফ্যানিং, জেরেমি মিকস, এভা লঙ্গোরিয়ার মতো তারকারা। মঙ্গলবার উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হয় হরর ছবি 'দ্য ডেড ডোন্ট ডাই'।



এবারের উৎসবে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন মেক্সিকান নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু। মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন অস্কারজয়ী এ নির্মাতা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-মেক্সিকো দেয়াল নির্মাণে দেড় বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনার বিষয়টি জানায় পেন্টাগন।



আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু বলেছেন, যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্ত দেয়াল বিশ্বকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্বব্যাপী যে সমস্যা তৈরি হয়েছে তার রাষ্ট্রনেতাদের অজ্ঞতার কারণেই হয়েছে।



 



সূত্র: ভ্যানিটি ফেয়ার


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top