দুই নায়িকা নিয়ে আসছে সালমান জাফরী!
প্রকাশিত:
২০ মে ২০১৯ ০৬:২৯
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০২:৩৪
.jpg)
ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের নায়ক সালমান জাফরী। তিনি ‘এক পলকে দেখা’ ছবির মাধ্যমে বড়পর্দায় ক্যারিয়ার শুরু করেন। তারপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ‘দরদ’ নামের নতুন একটি ছবির শুটিং শুরু করেছেন। এরই মধ্যে ছবিটির তৃতীয় লটের কাজ শেষ হয়েছে।
‘দরদ’ ছবিটি নির্মাণ করছেন ঢাকাই চলচ্চিত্রের যুগল নির্মাতা অপূর্ব রানা। এই ছবিতে নায়ক সালমান জাফরীর বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা মৌমিতা মৌ ও শিরিন শিলা। খুব শিঘ্রই গানের শুটিং করা হবে বলে জানান এই ছবির নায়ক সালমান জাফরী।
‘দরদ’ ছবিটি নিয়ে আশাবাদী জানিয়ে নায়ক সালমান জাফরী বলেন, ‘দরদ’ ছবিটির গল্প অনেক সুন্দর, আমাকে মুগ্ধ করেছে। আমি ছবিটি নিয়ে অনেক আশাবাদী। এছাড়াও নির্মাতা অপূর্ব রানা স্যারের সাথে প্রথম কাজ। সবমিলিয়ে ছবিটিতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পারবে। আশা করি, ছবিটি দর্শকদেরও ভালো লাগবে।
এদিকে, সালমান জাফরীর প্রশংসা করে নির্মাতা অপূর্ব-রানা বলেন, ‘সালমানের কাজ আমি দেখেছি। তার লুক ও কাজ ভালোই। ‘দরদ’ সিনেমার চরিত্রের সঙ্গে বেশ মানাবে। যে কারণেই সালমানকে এই সিনেমার নায়ক হিসেবে নেয়া হয়েছে। আশা করছি, কাজটি ভালো হবে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: