এবার হ্যাকিং'র শিকার ঢালিউড নায়িকা ‘মাহিয়া মাহি
প্রকাশিত:
২৬ মে ২০১৯ ০৭:১৮
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০২:২৭

বেশ কিছুদিন ধরেই বাংলাদশের তারকারা তাদের ফেসবুক আইডি ও পেইজ নিয়ে বিপাকে আছেন। একের পর এক তারকাদের ফেসবুক আইডি ও পেইজ হ্যাক হচ্ছে। আর সেখান থেকে নানান ধরনের আপত্তিকর স্ট্যাটাস ও ছবি ছড়ানো হচ্ছে।
টিভি অভিনেতা অপূর্ব, চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি, সঙ্গীত শিল্পী ইমরানসহ আরও বেশ কিছু তারকার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় কিছুদিন আগে। এছাড়াও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ এর জান্নাতুল ফেরদৌস ঐশীও জানিয়েছিলেন তার ফেসবুক আইডি ও পেইজ দু’টিই হ্যাক হয়ে গিয়েছিল।
জান্নাতুল ফেরদৌস ঐশীর ফেসবুক হ্যাক হওয়ার পর বলেছিলেন, হ্যাকারদের এডমিন তার সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে পেইজ ও ফেসবুক আইডি ফিরিয়ে দেওয়ার কথা বলেন।
ধারণা করা হচ্ছে, সেই ধারাবাহিকতায় এবার মাহিয়া মাহির ফেসবুক পেইজও হ্যাক হয়েছে। যদিও তার ফেসবুক পেইজ হ্যাকের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও কয়েকবার হ্যাক হয়েছে তার ফেসবুক পেইজ।
২০১৬ সালের পর তার ফেসবুক পেইজে তেমন কোন আপডেট পাওয়া যায়নি। কিন্ত কিছুদিন ধরে তার নানান অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেন পেইজটিতে। এতে করে সবাই ধারণা করছিলো মাহিয়া মাহি হয়তো তার পেইজটি এখন থেকে নিয়মিত ব্যাবহার করবেন।
কিন্তু আজ শনিবার (২৫ মে) তার ভেরিফাইড ফেসবুক পেইজে আপলোড করা হয় অশালীন একটি ভিডিও। সেই ভিডিও ক্লিপটি দেখে সবাই ধারনা করছেন এই ঢালিউড সুন্দরির পেইজটি আবারও হ্যাক হয়েছে।
তবে মাহিয়া মাহি এই ভিডিও নিয়ে এখনও মুখ খোলেননি। এছাড়াও তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: