কবীর সিং’ প্রথম দিনেই বক্স অফিসে জমজমাট


প্রকাশিত:
২৩ জুন ২০১৯ ০৭:৩৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০২:২৭

কবীর সিং’ প্রথম দিনেই বক্স অফিসে জমজমাট

সিনেমাপ্রেমিরা বলছেন ‘কবীর সিং’ শাহিদ কাপুরের ক্যারিয়ারের মাইলফলক। প্রথম দিনের বক্স অফিসের আয়ও সেদিকেই ইঙ্গিত করছে।

মুক্তির প্রথম দিনই প্রায় ২০.২১ কোটি টাকার ব্যবসা করেছে শাহিদের ছবি। এর আগে শাহিদ-দীপিকার ‘পদ্মাবত’ প্রথম দিনে ব্যবসা করেছিল ১৯ কোটি টাকা। 



চলতি বছর বক্স অফিসে প্রথম দিনের আয়ে প্রথম পাঁচটি ছবির তালিকায় জায়গা করে নিল ‘কবীর সিং’। ‘ভারত’, ‘কলঙ্ক’, ‘কেশরী’-র পর চতুর্থ স্থানে রয়েছে শাহিদের ছবি। রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘গালি বয়’-এর স্থান পঞ্চম। 



ঈদে মুক্তি পেয়েছিল সালমানের ‘ভারত’। ঈদের ছুটিতে চুটিয়ে ব্যবসা করেছিল সল্লুর ছবি। কিন্তু শাহিদের ‘কবীর সিং’ মুক্তি পেয়েছে ২১ জুন। অসময়ে মুক্তি পাওয়ার পরেও মন্দ নয় বক্স অফিসের আয়।



উল্লেখ্য ‘কবীর সিং’ তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেক। দুটি ছবিরই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবির গল্প, বেহিসেবি ডাক্তার কবীর সিংয়ের অবসাদ, মাদকাসক্তির নিয়ে ঘুরপাক খেয়েছে। মুখ্য চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন শাহিদ কাপুর। শাহিদের বিপরীতে রয়েছেন কিয়ারা আদবাণী।



সূত্র: বলিউড হাঙ্গামা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top