নেটফ্লিক্সের সেরা ৫টি অরিজিনাল সিরিজ (১ম পর্ব)
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৩
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৩৩

প্রভাত ফেরী ডেস্ক: সারা বিশ্বে অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘নেটফ্লিক্স’। এই মুহূর্তে ২০০টির বেশি দেশে নেটফ্লিক্সের কার্যক্রম আছে। নেটফ্লিক্স আমাদের সিনেমা ও সিরিজ দেখার স্টাইল পালটে দিয়েছে। আগে আমরা ডিভিডি ভাড়া করতাম আর এখন নেটফ্লিক্সের হাজার হাজার সিনেমা ও সিরিজের ভিড়ে আমরা এখন বুঝে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা দেখব।
নেটফ্লিক্সের দেখাদেখি অ্যামাজন ও হুলু তাদের নিজস্ব স্ট্রিমিং সার্ভিস এনেছে। এছাড়া অ্যাপেলও নিজস্ব স্ট্রিমিং সার্ভিস চালু করতে যাচ্ছে।
নেটফ্লিক্স একটি মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান, যেটি ১৯৯৭ সালের ২৯ আগস্ট মাসে রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত সংস্থান মিডিয়া দর্শন এবং প্রয়োজন মাফিক অনলাইন এবং ডিবিডি মেইল এর মাধ্যমে বিভিন্ন পাঠাতে দক্ষ, নেটফ্লিক্স পরবর্তীতে চলচ্চিত্র এবং ছোট পর্দার ধারাবাহিক, চলচ্চিত্র পরিচালনা-তে সম্প্রসারিত হয়, এর সাথে ইন্টারনেট ভিত্তিক অনলাইনে চলচ্চিত্রের বন্টনও চালু করে। প্রতিষ্ঠানটির সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস গ্যাটস শহরে অবস্থিত।
বাংলাদেশসহ বিশ্বের অন্তত ২০০টিরও বেশি দেশে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং সেবা চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনলাইন টিভি নেটওয়ার্ক নেটফ্লিক্স। তাই আজকে নেটফ্লিক্সের সেরা ৫টি সিরিজ নিয়ে আমাদের এ আয়োজন-
৫টি সেরা নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ
১. নার্কোস
আশির দশকের কলোম্বিয়ান ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের জীবনের ওপর নির্মিত হয়েছে নার্কোসের প্রথম দুটি সিজন। বেশ জনপ্রিয় এই সিরিজটি আপনাকে সেসময়ের সমাজ ব্যবস্থা ও ড্রাগ লর্ডের জীবনের উত্তেজনা দেখিয়ে আনবে। সিরিজটি ভায়োলেন্স ও ড্রাগ কালচারকে রোমান্টিসাইজ করে দেখানো হয়েছে বলে বেশ সমালোচিত হয়েছে।
২. জ্যাক হর্সম্যান
এনিম্যাটেড ট্র্যাজিক কমেডি বোজ্যাক হর্সম্যান একটি সেলফিশ, ইগোইস্টিকাল অভিনেতাকে নিয়ে। মানসিক রোগ ও আসক্তিতে ভোগা বোজ্যাক ঘোড়ারূপি একজন মানুষ। ন্যারেটিভ জটিলতার দিক থেকে এটি একটি অসাধারণ সিরিজ। হাতে সময় থাকলে বোজ্যাক হর্সম্যানের পাঁচটি সিজন তাড়াতাড়ি দেখে ফেলুন।
৩. মাইন্ডহান্টার
অপরাধী কিভাবে চিন্তা করে তা বের করে আনার কাজ এফবিআই এজেন্ট হোল্ডেন ফর্ড ও বিল টেঞ্চের। তারা সিরিয়াল কিলারদের মাথায় ঢুকে তাদের সাইকোসিস বুঝতে চেষ্টা করে এবং এগুলো তাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে, তা নিয়ে মাইন্ডহান্টারের গল্প। একটু ভিন্ন ধাচের গোয়েন্দা সিরিজ দেখতে চাইলে মাইন্ডহান্টার দেখতে পারেন।
৪. মাস্টার অফ নান
আজিজ আনসারি ও অ্যালান ইয়াং-এর নির্মিত মাস্টার অফ নানের প্রধান চরিত্র দেব, যা আজিজ আনসারি পর্দায় তুলে ধরেছেন। ধারণা করা হয়, আজিজের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর নির্মাণ করা হয়েছে এই নেটফ্লিক্স অরিজিনাল সিরিজটি। এই থটফুল কমেডি তার প্রথম সিজনের পরপরই কমেডি জনরায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
৫. বিগ মাউথ
পিউবার্টি বা বয়ঃসন্ধি নিয়ে কার্টুন কমেডি বিগ মাউথ। কার্টুন চরিত্রদেরও পিউবার্টির মধ্য দিয়ে যাওয়া সহজ ব্যাপার না। হরমোন মন্সটার অ্যান্ড্রু ও নিককে তাদের পিউবার্টির মধ্য দিয়ে নিয়ে গেলে, অনেক নতুন জিনিস আবিস্কার করে এই চরিত্র দুটি। কমেডির পাশাপাশি নিজের সম্পর্কে অনেক কিছু শেখাবে নেটফ্লিক্সের সিরিজটি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: