২০ সেপ্টেম্বর থেকে সপ্তাব্যাপি শুরু হচ্ছে সালমান শাহ জন্মোৎসব


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

২০ সেপ্টেম্বর থেকে সপ্তাব্যাপি শুরু হচ্ছে সালমান শাহ জন্মোৎসব

প্রভাত ফেরী, বিনোদন ডেস্ক: আগামী ২০-২৬ সেপ্টেম্বর ঢুলি কমিউনিকেশনসের আয়োজনে এবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপি ‘সালমান শাহ জন্মোৎসব’। আর এর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারজানা মুন্নী এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদ।



সংশ্লিষ্টরা জানায়, এই উৎসবের জমকালো উৎসব হবে রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে। অন্যদিকে সালমানের জন্মদিন ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় একই স্থানে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন শাকিব খান।



সালমাহ শাহ সম্পর্কে শাকিব খান বলেন,  আজও সালমান শাহ যেভাবে তার ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তা বিরল। কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছেন। তার জন্মোৎসবের আয়োজনে আমাকে উদ্বোধক হিসেবে বলা হয়েছে, যা আমার জন্য সম্মানের।



টিএম ফিল্মস-এর চেয়ারম্যান দেশের অন্যতম সৌন্দর্য বিশেষজ্ঞ ফারজানা মুন্নী বলেন, ‘সালমান শাহ আমাদের সর্বস্তরের মানুষের কাছে স্বপ্নের নায়ক। তাকে নিয়ে আয়োজিত এই বিশেষ উৎসবের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে ভালো লাগছে। আরও ভালো লাগছে আমাদের টিএম ফিল্মস-এর আনুষ্ঠানিক যাত্রা হচ্ছে এই ইভেন্টের মধ্য দিয়ে। আমাদের উদ্দেশ্য আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরি করা।



উৎসবের পোস্টার ও সিনেমার তালিকা উৎসব আহ্বায়ক নিপু বড়ুয়া জানান, তারকা খচিত জমকালো উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ সেপ্টেম্বর থেকে ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহে সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৭টি চলচ্চিত্র।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top