ঢাকায় এক মঞ্চে দুই বাংলার তারকারা


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ০০:২৮

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৩:২৮

ঢাকায় এক মঞ্চে দুই বাংলার তারকারা

প্রভাত ফেরী, বিনোদন ডেস্ক: জমকালো আয়োজনে গতকাল (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো টিএম ফিল্মস নিবেদিতভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’-এর প্রথম আসর। সোমবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে শুরু হয় দুই বাংলার চলচ্চিত্রের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আয়োজনটি শেষ হয় প্রায় রাত ২টায়। সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে পুরস্কার পর্ব শুরু হয় রাত সাড়ে নয়টায়।



ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ পুরস্কার অনুষ্ঠানটি নিবেদন করেছে টিএম ফিল্মস। দুই বাংলার চলচ্চিত্র সংশ্লিষ্টদের এ মহাসম্মেলনের মাধ্যমে কাজের স্বীকৃতি জানানো হয় চলচ্চিত্রজনদের।



অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী ব্র্যাত্য বসু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন ওমর সানি, মৌসুমী, জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মীম, নীরব, ইমন। টালিগঞ্জের অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন প্রসেনিজৎ, ঋতুপর্ণা, জিৎ, আবির, পরমব্রত, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত, শুভাশিষ মুখার্জীসহ আরও অনেকে।



দুই দেশের জাতীয়সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই আসরের পর্দা উঠে। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রজেক্টরে প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী .হাছান মাহমুদ।



অনুষ্ঠানে জুরিবোর্ডের সদস্য ছিলেন বাংলাদেশের আলমগীর, কবরী, ইমদাদুল হক মিলন, খোরশেদ আলম খসরু হাসিবুর রেজা কল্লোল অন্যদিকে, ভারতের গৌতম ঘোষ, ব্রাত্য বসু, গৌতম ভট্টাচার্য, অঞ্জন বোস তনুশ্রী চক্রবর্তী।



চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের কিংবদন্তি  অভিনেত্রী আনোয়ারা বেগম ভারতের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।



সেরা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে বাংলাদেশেরদেবী ভারতেরনগর কীর্তন জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেল বাংলাদেশেরপাসওয়ার্ড ভারতের বোমকেশ গোত্র।



জনপ্রিয় নায়িকা ক্যাটাগরিতে পুরস্কার পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশের জয়া আহসান। সেরা প্রধান চরিত্রে অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান ভারতের পাওলি দাম। সিনেমার প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন বাংলাদেশের সিয়াম ভারতের প্রসেনজিৎ। পপুলার অ্যাকটর অব দ্য ইয়ার বাংলাদেশের শাকিব খান ভারতের জিৎ। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন বাংলাদেশের নাসির উদ্দিন ইউসুফ ভারতের সৃজিত মুখার্জি।



অনুষ্ঠানে সেরা স্ক্রিপ্ট রাইটার পুরস্কারে ভূষিত হন বাংলাদেশের ফেরারী ফরহাদ ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার পান বাংলাদেশের কামরুল হাসান খসরু ভারতের সৃজিত মুখার্জি। ভিডিও এডিটর হিসেবে বাংলাদেশের তৌহিদ হোসেন চৌধুরী ভারতের সংলাপ ভৌমিক। সেরা মিউজিক ডিরেক্টর বাংলাদেশের হৃদয় খান ভারতের বিক্রম ঘোষ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top