টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত:
৩ নভেম্বর ২০১৯ ০০:৪৯
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৩:১৬

বেইজিংভিত্তিক স্টার্টআপ বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ টিকটকের বিরুদ্ধে নাগরিকদের তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ এনে জাতীয় নিরাপত্তা তদন্ত চালু করেছে যুক্তরাষ্ট্র।
চলতি মাসের শুরুতে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করে রিপাবলিকান দলের সিনেটর মার্কো রুবিও মার্কিন সিনেটের ফরেন ইনভেস্টমেন্ট কমিটির কাছে চীনা অ্যাপগুলোর যুক্তরাষ্ট্রে ব্যবসা করা ও বিদেশ থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে পণ্য আনার বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।
শুক্রবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জোসেফ ম্যাগোয়ারের কাছে লেখা এক চিঠিতে সিনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমার ও রিপাবলিকান সিনেটর টম কটন টিকটকের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের আহ্বান জানান । তারা মনে করেন, অ্যাপসটির ব্যবহারের মাধ্যমে মার্কিন নাগরিকরা বেইজিংয়ের নজরদারির শিকার হতে পারে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: