সৌরভের আমন্ত্রণে কলকাতা টেস্টে ১৫ মিনিট গাইবেন রুনা লায়লা
প্রকাশিত:
৮ নভেম্বর ২০১৯ ০০:৫৬
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৩:০৯

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশ ও ভারত প্রথমবার দিবা-রাত্রির টেস্ট খেলবে। ইতিহাসের অংশ হতে যাওয়া খেলাটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। এর অংশ হিসেবে তিনি আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। কলকাতার ইডেন গার্ডেনসে খেলা শুরুর আগে সংগীত পরিবেশন করবেন তিনি।
এর অংশ হিসাবে কলকাতা টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে, গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করে রুনা লায়লা বলেন, সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ২১ নভেম্বর কলকাতায় যাবো। অনুষ্ঠানে ১৫ মিনিটের পরিবেশনা থাকবে আমার। সম্ভবত দুই-তিনটি গান গাইবো। সৌরভের আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। এমন অনুষ্ঠানে গান গাওয়াটা অন্যরকম ব্যাপার।
জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে ভারতীয় জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পীও সংগীত পরিবেশন করবেন।কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ২২ নভেম্বর বেল বাজিয়ে শুরু হবে দিবা-রাত্রির টেস্ট। লর্ডসে একই রীতিতে টেস্ট শুরু হয়।
২০১৬ সালে সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় জি বাংলা চ্যানেলের ‘দাদাগিরি’ অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি ছিলেন রুনা লায়লা। ওটাই ছিল তাদের সবশেষ সাক্ষাৎ।
এর কয়েক বছর আগে মুম্বাই থেকে কলকাতা আসার পথে উড়োজাহাজে গানের নক্ষত্র রুনা লায়লার সঙ্গে সৌরভ গাঙ্গুলীর হঠাৎ দেখা হয়েছিল। এরপর একই অনুষ্ঠানে রুনা গেয়েছিলেন আর নেচেছিলেন সৌরভের অর্ধাঙ্গিনী ডোনা গাঙ্গুলী।
কলকাতা টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের অভিষেক টেস্ট স্কোয়াড।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: