শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০১৯ ১২:০৪

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৩:১৪

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯

প্রভাত ফেরী ডেস্ক: ইট পাথরের এই শহরে হয়ে গেল দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসরঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯ নিবার রাতে ফোকফেস্টের শেষ দিনের প্রধান চমক ছিলেন পাকিস্তানের জুনুন।



শনিবার রাত ১০টা ২০ মিনিটে আসরের শেষ নিজেদের পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন তিনি। স্বাগতম ঢাকা, মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়েই দর্শকদের এভাবে স্বাগত জানান ফোক ফেস্টের শেষ দিনের প্রধান আকর্ষণ উপমহাদেশের জনপ্রিয় শিল্পী জুনুন।



তিনদিনের ফোক ফেস্টের শেষ দিন ছিলো শনিবার। সন্ধ্যা সোয়া সাতটায় বাংলাদেশের শিল্পী মালেক কাওয়ালের পরিবেশনা দিয়ে শুরু হয়ে শেষ দিনের আয়োজন। শেষ দিনে আরও পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ফোকশিল্পী চন্দনা মজুমদার, রাশিয়ার পারিবারিক গানের দল সাত্তুমা এবং পাকিস্তানের জনপ্রিয় দল জুনুন।



অন্ধকার নেমে এসেছে চারদিকে। সেই অন্ধকারেই রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাহারি রঙ্গের সঙ্গে আলিঙ্গন করছে সুরের ইন্দ্রজাল। গত ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর তিন রাত শেকড়ের গান আর সুরের মূর্ছনায় মেতে থাকার আজ শেষ দিন। ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯ এর শেষ রাত আজ।



শনিবার সন্ধ্যায় সমাপনী আয়োজনের শুরুতে গান পরিবেশন করেন বাংলাদেশের কাওয়ালি গানের সাড়া জাগানো শিল্পী মালেক কাওয়াল। আয়োজনের শেষ দিনের প্রথম আয়োজন হিমেল হাওয়ার মতোই আবেশ ছড়িয়ে যায় প্রাণে। মঞ্চে উঠে কাওয়ালির সুরের জাদুতে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখেন এই শিল্পী।



মঞ্চে উঠেই প্রথমে পরিবেশন করেন ইয়া রাসুলে খোদাকে ভুল গিয়া। এরপর একে একে গাইলেন ভান্ডারি বাবা রুহে জাওয়ানেসহ জনপ্রিয় সব গানগুলো।



উৎসবের শেষ দিনে আরও মঞ্চ মাতাবেন পাকিস্তানের জুনুন রাশিয়ার সাত্তুমা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top