চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা
প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ০০:৫০
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৩:১৬

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন শাকিব খানকে এই জরিমানা করেন।
এ বিষয়ে শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘বুঝলাম না, আসলে কী হলো এটা! খুব সামান্য কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার বাড়ির বারান্দায় যে ক্যান্টিলিভার ১ ফুট বেশি বের হয়ে আছে, তার জন্য ১০ লাখ টাকা জরিমানা!’
তিনি জানান, ‘আমার নকশায় যদি গুরুতর সমস্যা থাকে অন্তত আমাকে নোটিস দিক। আমি দরকার হয় তা সংশোধন করব। কিন্তু কোনো কথা নাই বার্তা নাই, এসেই বললেন, ‘এটা বের হয়ে আছে ১০ লাখ টাকা জরিমানা। না দিলে সবাই অ্যারেস্ট।’পারলে গাড়িতে যারা ছিলেন, সবাইকে নিয়ে যায়। এখন বলুন, কেউ কি বাসায় ১০ লাখ টাকা নিয়ে বসে থাকে? আর এটা কেমন জরিমানা?’
রাজউক সূত্রে জানা যায়, রাজধানী নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। নিকেতনের বাড়িতে অবৈধভাবে শাকিব খানের বর্ধিত অংশ নির্মাণ করার অভিযোগ রয়েছে। শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে এ অসংলগ্নতা ধরা পড়ে, ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে ১০ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে এক বছরের জেল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: