মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিন


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ০০:৩৬

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৩:৩৩

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিন

প্রভাত ফেরী ডেস্ক: নিজের অফিসে বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন আসিফ আকবর। এরপর বিচারক জিয়াউর রহমান শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।



এর আগে গত বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে অসিফের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্তকারি কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল।



চলতি বছরের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি করেন।



মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেফতার করা হয়। এ সময় তার অফিস থেকে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।



উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুন তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসিফ আকবরের বিরুদ্ধে একটি মামলা করেন কণ্ঠশিল্পী শফিক তুহিন। ৬ জুন রাতে ওই মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। ১১ জুন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ১০ হাজার টাকা মুচলেকায় আসিফের জামিন মঞ্জুর করেন।তবে ওই মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা (বিদেশি মদ) পাওয়া যায়। লাইসেন্স ছাড়া নিজের দখলে বিদেশি মদ রাখার দায়ে তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় প্রশান্ত কুমার সিকদার (উপ-পরিদর্শক) মাদক আইনে মামলাটি দায়ের করেন। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top