টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সেজল শর্মার আত্মহত্যা


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২০ ০১:৩৩

আপডেট:
২৬ জানুয়ারী ২০২০ ২২:৫৭

ছবি: এনডিটিভি

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের টিভি সিরিয়ালে অভিনেতী সেজল শর্মার মৃত্যুর খবর পাওয়া গেছে। ভীষণ উচ্ছ্বল আর হাসি খুশি এ অভিনেত্রী আত্মহত্যা করেছে বলে জানা যায়। শুক্রবার মুম্বাইয়ের মীরা রোডের তার নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় অভিনেত্রীর। শুক্রবার আত্মহত্যা করেন তিনি। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা তদন্ত করছে পুলিশ। ‘দিল তো পাগল হ্যায় জি’ সিরিয়ালে অভিনয় করে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন সেজল। এরপর ২০১৭ সালে রাজস্থান থেকে মুম্বই আসেন তিনি। টেলিভিশনে অভিনয় শুরু করার আগে তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন।

সম্প্রতি আমির খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়া ‘আজাদ পারিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি। সিরিয়ালের হাসিখুশি সেই অভিনেত্রী অবশেষে বেছে নিলেন আত্মহত্যার পথ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top