আত্মহত্যা করেছিলেন বাংলা চলচ্চিত্রের নায়ক সালমান শাহ: পিবিআই


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৪

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৬:০৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার

প্রভাত ফেরী: দেশের চলচ্চিত্র ইতিহাসের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করা হয়নি। সহশিল্পী ও চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার সম্পর্কের জের ধরে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। আদালতের আদেশে মামলাটির তদন্তভার পায় সংস্থাটি।

বনজ কুমার মজুমদার বলেন, "সালমান অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতার কারণে তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এছাড়াও চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার অতিরিক্ত অন্তরঙ্গ সম্পর্ক সালমান শাহের আত্মহত্যার অন্যতম কারণ।"  ঘটনার তদন্তে ৪৪ জন সাক্ষীর জবানবন্দি নিয়েছে পিবিআই।

উল্লেখ্য, বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বেডরুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থার তার লাশ উদ্ধার করা হয়। তার রহস্যজনক মৃত্যুর ২৩ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়েও সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এর আগে কয়েক দফা তদন্তে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তা অদ্যাবধি মেনে নিতে পারেনি তার মা নীলা চৌধুরী ও অগুনতি ভক্ত।

সর্বশেষ ২০১৬ সালের শেষ দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নতুন করে তদন্তভার দেয়া হয়। সেই তদন্তের সূত্র ধরেই সোমবার তদন্ত নিয়ে কথা বলেন পিবিআই।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top