বিটিভিতে ১৫ বছর পর আবার ‍‌'নতুন কুঁড়ি' অনুষ্ঠান শুরু


প্রকাশিত:
২৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:১০

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৫:৫০

ফাইল ছবি

প্রভাত ফেরী: ১৫ বছর পর আবার শুরু হতে যাচ্ছে উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো বিটিভির নতুন কুঁড়ি। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’। ২০০৫ সালে সর্বশেষ এটি জাতীয় টেলিভিশনে প্রচার হয়।

এ অনুষ্ঠানের মাধ্যমে উঠে এসেছেন তারানা হালিম, তমালিকা কর্মকার, মেহবুবা মাহনূর চাঁদনী ও সামিনা চৌধুরী, রুমানা রশীদ ঈশিতা, তারিন আহমেদ, মেহের আফরোজ শাওন, সাবরিন সাকা মীম, নুসরাত ইমরোজ তিশার মত শিল্পীরা। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছিলো কবি গোলাম মোস্তফার কিশোর নামক কবিতা থেকে।

বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ বলেন, আমরা মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এর প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবো। পুরো দেশকে ২০টি জোনে ভাগ করে বাছাই পর্ব হবে। বাছাই পর্ব থেকে বিজয়ীদের নিয়ে হবে মূল প্রতিযোগিতা। তবে প্রতিযোগিতার বিচারক কে হবে তা এখনও চ‚ড়ান্ত করা হয়নি।

একক অভিনয়, দলীয় অভিনয়, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাÍবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, কোরান তেলওয়াত, গল্পবলা ইত্যাদি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়স সীমা ৬ থেকে ১০ এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর।


বিষয়: বিটিভি


আপনার মূল্যবান মতামত দিন:


Top