স্বামীর প্রেমিকাকে কোনো মেয়েই মেনে নেবে না: সালমান শাহর স্ত্রী সামিরা


প্রকাশিত:
২ মার্চ ২০২০ ০৭:২১

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৩

মনে কোনো আনন্দ নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক প্রয়াত সালমান শাহর স্ত্রী সামিরার। পিবিআইয়ের প্রতিবেদনে নিজে নির্দোষ প্রমাণিত হলেও তার স্বস্তিতে নেই তিনি। কারণ গত ২৪ বছর একটি অপবাদ তার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। যেখানেই যেতেন, মানুষের সন্দেহের চোখ তাকে পিষে মারত। এমনটাই বললেন তিনি একান্ত সাক্ষাৎকারে।

অভিনেতা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন- এ রহস্যের সন্ধানে কেটে গেছে এতোগুলো বছর।

অবশেষে সোমবার মামলার সর্বশেষ তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সংবাদ সম্মেলনে জানায়, সালমান শাহ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরে পিবিআই।

এর মধ্যে অন্যতম নায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। যদিও এ বিষয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত শাবনূর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সামিরা বলেন, মিথ্যে গল্প সাজিয়ে দেশবাসীর সামনে আমাকে খুনি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন।

কিন্তু সত্য কখনও লুকানো যায় না। অবশেষে সেটাই প্রমাণিত হল। এটাকে আমি ভালো লাগা বলব না। কারণ ইমন আমার স্বামী ছিল। ওর মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি। কিন্তু শেষ পর্যন্ত যে তার আত্মহত্যার বিষয়টি প্রমাণ করেছে পিবিআই, এটাই স্বস্তির।

পিবিআইয়ের তদন্ত ভক্তরা মানতে নারাজ- এ ব্যাপারে সামিরা বলেন, ২৪ বছর আমি প্রতিনিয়ত যুদ্ধ করেছি। দীর্ঘ সময় পর নতুন করে সংসার শুরু করেছি, তিনটি বাচ্চা আছে আমার। মিথ্যা একটি অভিযোগের কারণে আমার পাশাপাশি তারাও হেয় হয়েছে। তাদের কাছে আমিও ছোট হয়েছি। পাশাপাশি ইমনের ভক্তরাও যে আমাকে অপছন্দ করত, এটাও জানি। এসব বিষয় আমাকে খুব কষ্ট দিত।

সামিরা আরো বলেন, পিবিআইয়ের প্রতিবেদন প্রকাশের পর অসংখ্য ভক্ত আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা নিশ্চয়ই উপলব্ধি করছে, সালমান যদি সত্যিই খুন হতো, তাহলে সেটা বারবার আত্মহত্যার প্রমাণ হয়ে প্রতিবেদনে আসত না। আমি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এমন কোনো ব্যক্তি নই, কিংবা আমার আর্থিক অবস্থাও এত বেশি নয় যে, পিবিআইয়ের মতো একটি প্রতিষ্ঠান কিনে নেব!

এক প্রশ্নের জবাবে সামিরা বলেন, দেখুন, প্রত্যেকটি সংসারেই ঝুট-ঝামেলা থাকে। একটা সময় সেটা মিটেও যায়। আমি অস্বীকার করব না, সালমানের সঙ্গে আমার কখনোই ঝগড়া হয়নি। হয়েছে এবং সেটা তাৎক্ষণিক মিটেও গেছে।

এটা সত্যি, শাবনূরের সঙ্গে সালমানের একটা ভালো সম্পর্ক ছিল। সে বাসায় আসত আমাদের, শুটিং স্পটে দেখা হতো। সব সময় সালমানকে ভাইয়া বলে ডাকত। তবে সে সালমানের সঙ্গে রিলেশনে যাবে, এটা আমি মানতে পারিনি। হোক সেটা একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য! স্বামীর প্রেমিকা আছে, এটা কোনো মেয়ে মানবে বলুন? এসব নিয়ে যখন মিডিয়ায় খবর প্রকাশ হচ্ছিল, তখন আমি খুব বিরক্ত হয়েছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top