৫ বছর পর আবার ‘চে’র সাইকেল’ নিয়ে মঞ্চে হাজির হচ্ছি:  চঞ্চল


প্রকাশিত:
২ মার্চ ২০২০ ০৮:০৫

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৫

নাট্যজন মামুনুর রশীদের ৭২তম জন্মবার্ষিকি উপলক্ষে মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে নাটক ‘চে’র সাইকেল’। এরমধ্যে নাটকটি ৫ বছর পর ফের মঞ্চায়ন হতে যাচ্ছে। সেখানে অভিনয় করতে যাচ্ছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চঞ্চল চৌধুরী।

জনপ্রিয় এ অভিনেতা বলেন, ‘চে’র সাইকেল’ নিয়ে ৫ বছর পর আবার মঞ্চে হাজির হচ্ছি। বাংলা থিয়েটার প্রোডাকশনের এ নাটকটির প্রদর্শনীও ৫ বছর পর হচ্ছে। আগামী ২রা মার্চ নগরীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭ টায় নাটকটি মঞ্চায়ন হবে।

তিনি বলেন, মামুন ভাইয়ের বাসায় টানা দু’দিন রিহার্সেলও করছি। আরণ্যক নাট্যদল আয়োজিত মামুনুর রশীদ রচিত নাটক নিয়ে আয়োজিত নাট্য উৎসব। বৃহস্পতিবার থেকে ৩রা মার্চ পর্যন্ত চলা উৎসবে মামুনুর রশীদের লেখা ৫টি নাটক মঞ্চায়িত হবে।

মনপুরা, আয়নাবাজি, দেবী’র মতো দর্শকনন্দিত এ দাপুটে অভিনেতার দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, অন্যটি গিয়াসউদ্দিন সেলিম পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘পাপ পুণ্য’। দুটি ছবির শুটিং শেষ করেছেন চঞ্চল। জানালেন, চলতি বছরেই ছবি মুক্তি পাবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top