মোদীর নৈশভোজে অংশ নিয়ে সমালোচনার মুখে সঙ্গীত পরিচালক এআর রহমান
প্রকাশিত:
২ মার্চ ২০২০ ০৮:৩৮
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৮:৪৮

দিল্লির সহিংস পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আয়োজিত নৈশভোজে অংশ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন বলিউডের সঙ্গীত পরিচালক এ আর রহমান।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নৈশভোজের ছবি টুইট করে। এ আর রহমানও এসব ছবি নিজের ইনস্টাগ্রাম শেয়ার করেন। তারপর থেকেই এ আর রহমানকে নিয়ে শুরু হয় সমালোচনা।
এ আর রহমানের শেয়ার করা ছবিতে অনেকেই তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। কেউ প্রশ্ন তুলেছেন, দিল্লি জ্বলছে, সেই মুহূর্তে আপনি কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজ করছেন।
অনেকেই আবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এ আর রহমানকে মুখ খোলার আহ্বান জানান।
কেউ কেউ বলেছেন, দিল্লি যখন জ্বলছে, তখন নৈশভোজের অনুভূতি কেমন? তবে, এ আর রহমান এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: