প্রকাশ পেয়েছে রণবীর সিং, অজয় ও অক্ষয় কুমারের সূর্যবংশীর ট্রেলার


প্রকাশিত:
৩ মার্চ ২০২০ ১৭:১০

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৮:২০

ফাইল ছবি

প্রভাত ফেরী: রোহিত শেট্টির ছবি মানেই বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ। ‘সূর্যবংশী’-তে সেই বিনোদন তিনগুণ হতে চলেছে কারণ এবার অ্যাকশনে তিন এস– সিংহম, সিম্বা ও সূর্যবংশী। রোহিত শেট্টির পুলিশ সিরিজের চতুর্থ ছবি ‘সূর্যবংশী’ যেখানে অনেকটা অ্যাভেঞ্জার সিরিজের মতোই পুরনো ছবির নায়কদের রিইউনিয়ন ঘটবে। সিংহম-সিম্বা-সূর্যবংশী অর্থাৎ অজয় দেবগণ-রণবীর সিং-অক্ষয় কুমার কোমর বেঁধে ময়দানে নামবেন দেশকে বাঁচাতে।

এইজন্যই হিন্দি সিনেমার দুনিয়া অপেক্ষা করছে একসঙ্গে অজয় দেবগণ, অক্ষয় কুমার ও রণবীর সিংকে দেখবেন বলে। তারা ‘সূর্যবংশী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। অ্যাকশনে ভরপুর এই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি।

সেখানে পুলিশ চরিত্রে বলিউডের তিন সুপারস্টার বাজিমাত করে দিলেন। তাদের সঙ্গে ট্রেলারে গ্ল্যামার ছড়িয়ে হাজির হতে দেখা গেছে সেক্স সিম্বল ক্যাটরিনা কাইফকেও।

২ মার্চ মুক্তি পেয়েছে রোহিত শেঠির এই সিনেমার ট্রেলার। ৪ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে আভাস পাওয়া গেলে পাকিস্তান থেকে আসা ৬০০ কেজি আরডিএক্স কোথায় লুকনো রয়েছে, তা খুঁজে বের করার এক মিশন চলবে ছবিতে। সেই সঙ্গে মুম্বাইয়ের মানুষের জীবনও বাঁচাতে হবে। সেই দায়িত্বই এবার নিয়েছেন ভীর সূর্যবংশী নামে এক দাপুটে অফিসার।

তার সঙ্গে যোগ দিয়েছেন সিম্বা এবং সিংহম। তিনজন একযোগে হাজির হয়ে শেষ পর্যন্ত কি মুম্বাইকে নতুন করে হামলার হাত থেকে রক্ষা করতে পারবেন? পুরোটা তো জানা যাবে ছবি মুক্তি পেলেই। আপাতত ধুন্ধুমার অ্যাকশনের আভাসে উত্তাল বলিউডপ্রেমীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top