চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়


প্রকাশিত:
১২ মার্চ ২০২০ ০৫:০৬

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৮:২৯

ফাইল ছবি

প্রভাত ফেরী: চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সন্তু। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন সন্তু। তার মৃত্যুতে টালিগঞ্জের শিল্পীমহলে শোকের ছায়া নেমে আসে।

১৯৫১ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন সন্তু মুখোপাধ্যায়। তপন সিংহের ‘রাজা’ ছবি দিয়ে তার বড়পর্দায় অভিনয়ের শুরু। এর পর একে একে তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী প্রমুখ পরিচালকের ছবিতে অভিনয় করেছেন তিনি । ‘হারমোনিয়াম’, ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’-সহ অজস্র ছবিতে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গাইতেন সন্তু।

কয়েক বছর আগে তার স্ত্রী গোপা মুখোপাধ্যায় প্রয়াত হন। তার দুই কন্যার এক জন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর এক কন্যা অজপা মুখোপাধ্যায়। তার ভাই সুমন্ত মুখোপাধ্যায়ও বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক জন বিশিষ্ট অভিনেতা।

সূত্র: এনডিটিভি


বিষয়: অভিনেতা


আপনার মূল্যবান মতামত দিন:


Top