পহেলা বৈশাখে ঘরবন্দী শ্রোতাদের গান শোনাবেন হাবিব


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২০ ২৩:২২

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ২২:০০

ফাইল ছবি

প্রভাত ফেরী: পৃথিবী এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। লকডাউনের কারণে সব কাজ বন্ধ। বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ থমকে গেছে। এমন পহেল বৈশাখ দেখেনি বর্তমান তরুণরা। যে দিনটিকে প্রাণের সাথে গেঁথে নিতে রাস্তায় বেরিয়ে পড়তো মানুষজন, আজ তারাই রাস্তা ফাঁকা করে দিয়েছে। রমনা বটমূল, চারুকলা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন খা খা প্রান্তর।

বাংলা নববর্ষের এই দিনে নানা রকম উৎসবে মেতে ওঠে বাঙালি। গান, কবিতা র‌্যালীতে মুখর হয়ে থাকে শহর। গ্রামে বসে বৈশাখী মেলা। এই দিনে ছোট বড় ইভেন্ট হয়ম, কনসার্টের আয়োজন হয়ে থাকে। শিল্পীরা একটা কনসার্ট শেষ করে অন্য আরেকটি কনসার্টে ছুটে যান।

ঘরবন্দি হয়ে কাটছে শিল্পীদেরও পহেলা বৈশাখ। তবে এই বৈশাখে ঘরবন্দী দর্শক শ্রোতাদের গান শোনাতে আসছেন হাবিব ওয়াাহিদ। গ্রামীণ ফোন আয়োজিত একটি ফেসবুক লাইভে গান গেয়ে শোনাবেন হাবিব।

আয়োজক সূত্রে জানা গেছে, শিল্পী হাবিব ওয়াহিদের সুর তাল ছন্দের লাইভ ঝঙ্কার শুরু হবে পহেলা বৈশাখে সন্ধ্যা ৭ টায় গ্রামীণফোনের ফেসবুকে পেইজে।

দর্শক শ্রোতারা ঘরে থেকে উপভোগ করতে পারবেন এই আয়োজন। আর প্রিয় শিল্পীর কণ্ঠে কোন গানটি শুনতে চান তা জানাতে পারবেন কমেন্ট সেকশনে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top