তারা বিচ্ছদের যন্ত্রণা ভুলে মিডিয়ায় ফিরতে চান


প্রকাশিত:
২৯ জুন ২০১৮ ১২:২৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৫

তারা বিচ্ছদের যন্ত্রণা ভুলে মিডিয়ায় ফিরতে চান

মেহবুবা মাহনূর চাঁদনী, নাদিয়া আফরিন মিম ও তাসনুভা তিশা—সাম্প্রতিক সময়ে বিবাহবিচ্ছেদ হয়েছে এই তিন অভিনেত্রীর। ব্যক্তিজীবনে ঝড়ের কবলে পড়ে থমকে গিয়েছিল তাদের এই তরুণদের ক্যারিয়ার। তবে তিনজনই নতুন উদ্যমে ফিরতে চান।



নাচে নিয়মিতই পাওয়া যায়, অভিনয়ে একেবারেই অনুপস্থিত চাঁদনী। ঘর-সংসার, ডিভোর্স প্রক্রিয়া—এমন নানা সমস্যা ছিল। চাঁদনী বলেন, ‘ঘর-সংসার নিয়ে খুবই এলোমেলো ছিলাম। কাজে মনোযোগী হওয়ার পরিস্থিতি ছিল না। একটু শান্তির জন্য বাবার বাড়ি এসেছিলাম। আমি আসার পরপরই বাবা মারা গেলেন! সব কিছু মিলিয়ে আমি পাথর হয়ে গিয়েছিলাম। যেন কাউকে কিছু বলার নেই, কোনো অনুভূতি নেই।’



চাঁদনী জানালেন, ‘যত দিন বেঁচে আছি কাজই করে যেতে চাই। নিয়মিত কাজ না করলে আমি হয়তো বাঁচতেই পারব না। ইচ্ছা করে নতুন করে আবার সব কিছু শুরু করি। ছোটবেলায় যেভাবে একা একা সব কিছু শুরু করেছিলাম!’ বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়লেন চাঁদনী।



স্বামী সাফায়াতের সঙ্গে গত মাসের শেষের দিকে ডিভোর্সের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় নাদিয়া মিমের। মিম এখন বাবার বাসায় উঠেছেন। ছয় মাস প্রেম করার পর ২০১৬ সালের ২৮ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করেছিলেন নাদিয়া ও সাফায়াত। 



মাঝে দুই মাস কোনো খবরও পাওয়া যাচ্ছিল না মিমের। অনেক নির্মাতাই তাঁর অপেক্ষায় না থেকে অন্য অভিনেত্রীকে নাটকে নিয়েছেন।



‘ব্যক্তিগত জীবনের ঝামেলায় সে সময় কারো সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারিনি। তবে এখন আবার অভিনয়ে ব্যস্ত হচ্ছি। অভিনয় ছাড়া আপাতত আর কিছু ভাবতে চাইছি না। কোরবানির ঈদের নাটকে এবার আমাকে পাওয়া যাবে।’



বিচ্ছেদ-পরবর্তী বিষণ্নতা এখনো কাটেনি তাসনুভা তিশার। তালাকের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে মাসখানেক আগে। বলেন, ‘অনেক ভালোবাসার একটা সম্পর্ক ছিল আমাদের। শেষ পর্যন্ত চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখতে, পারিনি। মানসিকভাবে বেশ ভেঙে পড়েছি।’



২০১৪ সালে ভালোবেসে গোপনে একে অপরকে বিয়ে করেন তাসনুভা তিশা ও ফারজানুল হক। পরের বছর আনুষ্ঠানিকভাবে জানালেন বিয়ের খবর। চার বছরের মাথায় বিচ্ছেদ। ফারজানুল ও তিশার ঘরে একটি পুত্রসন্তান আছে, নাম আনুশ।



জানালেন, ‘প্রচণ্ড মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি আমি। অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলাম। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করা সম্ভব হয়নি। অনেক পরিচালক এ সময় যোগাযোগ করেছেন, কিন্তু উপায় ছিল না। এখন আমি নিজেকে অনেকটাই সামলে নিয়েছি। নতুন উদ্যমে কাজ শুরু করতে চাই।’

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top