সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ডেইলি স্টার পত্রিকায় বিজ্ঞাপন ব্যাভিচার


প্রকাশিত:
৭ মে ২০১৮ ১৩:৪৩

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৩

ডেইলি স্টার পত্রিকায় বিজ্ঞাপন ব্যাভিচার

নাসিমা খান মন্টি: সংবাদপত্র প্রকাশ করতে অথবা রেডিও টেলিভিশন চালাতে বিজ্ঞাপন প্রয়োজন। সুতরাং ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিজ্ঞাপনের বিকাশ সংবাদ মাধ্যমের সঙ্গে পারস্পরিক সুবিধার সম্পর্কে এগিয়ে যাবে এটা খুবই কাঙ্খিত। কিন্তু সংবাদপত্রের আভিজাত্য ও মর্যাদা বির্সজন দিয়ে অনভিপ্রেতভাবে বিজ্ঞাপন প্রকাশ নিশ্চয়ই অনাকাঙ্খিত।



সম্প্রতি সংবাদপত্রের স্বাধীনতা ও মর্যাদায় বিজ্ঞাপনের প্ররোচনা ও নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্যোশাল মিডিয়াতে বিজ্ঞাপনের আধিপত্যে ব্যক্তির একান্ত গোপনীয়তাও লঙ্ঘিত হওয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী মানুষ এখন সোচ্চার। বিজ্ঞাপনে নারীর উপস্থাপনায় যে অবমাননা সেটাতো এখন অনেকদিনের অব্যাহত অসভ্যতা।



এখনই সময় সংবাদপত্রে বিজ্ঞাপনের অভদ্র ও আগ্রাসী আচরণ নিয়ন্ত্রনে সক্রিয় এবং উচ্চকন্ঠ হওয়ার। সংবাদপত্রের পাতাজুড়ে কখনও সাবান, কখনও শ্যাম্পুর বোতল, কখনও নারী পুরুষের দেহ কাঠামো কিংবা কোকাকোলার বোতলের অবয়ব কীভাবে সংবাদপৃষ্ঠার উপর থেকে নিচ পর্যন্ত অনেক সময় মর্মান্তিক অথবা অনন্য মর্যাদার সংবাদের সুস্থ স্বাভাবিক উপস্থাপনা তথা সজ্জাকে শুধু বিঘিœত বা সীমা লংঘন করছে না বরং সংবাদকে চরম ঔদ্ধত্যে বিজ্ঞাপনের অবয়বের সাথে আকার প্রকার মিলিয়ে মিশে যেতে বাধ্য করছে।



এই প্রবণতা রুখতে হবে। বিজ্ঞাপন সংবাদপত্রের জন্য খুব প্রয়োজনীয় হলেও একে সংবাদপত্রের ব্যাভিচার করতে দেয়া যায় না।



বিজ্ঞাপনদাতা ও বিজ্ঞাপনী সংস্থার সকলেই অত্যন্ত সৃজনশীল এবং ব্যাক্তিগতভাবে সজ্জন। আমার দৃঢ় বিশ্বাস তারা আর দেরী না করে এই বিষয়ে একটি গ্রহণযোগ্য, মেধাদীপ্ত, সৃজনশীল সমাধান খুজে বের করবেন।



বিজ্ঞাপনের বাড়াবাড়ি আজ বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি সংবাদপত্র, বাংলাদেশে সবচেয়ে আভিজাত্যের দাবিদার এবং সবচেয়ে লাভজনক ডেইলি স্টার পত্রিকার ৬ মে ২০১৮ সংখ্যার শীর্ষ সংবাদে হামলে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ওপরে চড়ে বসে, সংবাদে শিরোনামকে ধাক্কা দিয়ে সরিয়ে, বালতি থেকে এমনভাবে রং ঢেলে দিচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি কোনো রকমে গাঁ বাঁচিয়েছে। সবচেয়ে লাভজনক ইংরেজি সংবাদপত্রকেই যদি এভাবে বিজ্ঞাপনের অবৈধ ইচ্ছার কাছে নতজানু হতে হয় অন্যান্য অর্থনৈতিকভাবে শক্তিশালী নয় এমন সংবাদপত্রের তাহলে কী হবে! এই ক্ষমার অযোগ্য বিজ্ঞাপনী দাপটের অবসান হতেই হবে।



লেখক: ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top