‘ওরা ভয়ে দরজা খুলছে না’ ঢাবি শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস
প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০১৯ ০৭:৫০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:১৭
প্রভাত ফেরী ডেস্ক: মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীরা। জানা গেছে প্রায় ২০/২৫ গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি লিখেছেন- শিক্ষকতা ছেড়ে দেয়ার সময় হয়েছে। চোখের সামনে ডাকসু ভিপি নুরু আর অন্যান্য ছাত্রদের মেরে শেষ করে ফেলা হল। কিছুই করতে পারলাম না। নিজেদের ছাত্রদের রক্ষা করতে পারি না এই শিক্ষকতার কি দাম আছে? ডাকসু অফিসের দোতলায় উঠে দেখি কেউ কেউ পানি পানি বলে চিৎকার করছে। কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা দরজা বন্ধ করে বসেছিল। বার বার আশ্বাস দেয়ার পরেও ভয়ে দরজা খুলছে না। বলছিল, লাইট নিভিয়ে দিয়ে লোহার রড দিয়ে এলোপাথারি মারা হয়েছে। কয়েক বোতল পানি শুধু এগিয়ে দিতে পারলাম। এইটা একটা বিশ্ববিদ্যালয়? আর আমিও একজন শিক্ষক? ছিঃ ছিঃ ছিঃ
অন্য আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছন- ঢাকা মেডিকেলের ইমার্জেন্সীতে নুরুসহ তিনজন আই সি ইউতে। আরো ২০/২২ জন ভয়ংকর আহত হয়ে কাতরাচ্ছে। তুহীন ফারাবি লাইফ সাপোর্টে। কয়েকজনকে দোতলা থেকে ফেলে দেয়া হয়। তুহীন তাঁদের একজন ছিল।
বিষয়: ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়
আপনার মূল্যবান মতামত দিন: