সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৩

আপডেট:
১০ মে ২০২৪ ০২:৫৯

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

প্রভাত ফেরী ডেস্ক: বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। প্রতি বছর সেপ্টেম্বর বাংলাদেশসহ সারাবিশ্বে দিবসটি পালিত হয়। চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি গুরুত্ব, ফিজিক্যাল থেরাপিস্টদের ভূমিকা অবদান চিকিৎসা সংশ্লিষ্ট সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর লক্ষ্যে ১৯৫১ সালে থেকে প্রতি বছর সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে। ১৯৬৬ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় দিবসটির ব্যাপকতা গুরুত্ব বৃদ্ধি পায়।



খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট রাখতে কিংবা মাঠে বা কোর্টে সঠিকভাবে পারফর্ম করার জন্য ফিজিওর গুরুত্ব অপরিসীম। তাই বিশ্বব্যাপী এর গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। বলা হয়ে থাকে অনেক রোগের আসল মেডিসিন এই থেরাপি। অনেক সময় সঠিক ফিজিও থেরাপি দেয়া হলে অস্ত্রোপচারও লাগে না।



বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-‘দীর্ঘ মেয়াদী ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি কার্যকর চিকিৎসা।দিবসটি পালন উপলক্ষে রাজধানী ঢাকায় বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন(বিপিএ) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া, আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নগরীর উপশহরস্থ ইছকন্দর-সিতারা, সিআরপি সিলেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।



 ফিজিওথেরাপি একটি ইংরেজী শব্দ। এখানে ফিজিও অর্থ শারীরিক আর থেরাপি অর্থ চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ ফিজিওথেরাপি অর্থ হচ্ছে বিশেষ ধরনের শারীরিক চিকিৎসা পদ্ধতি। ১৯১৩ সালে নিউ জিল্যান্ডের একদল স্বাস্থ্যকর্মী প্রথমবারের মতো ফিজিওথেরাপি সেবা শুরু করেন।



যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা শুরু ১৯১৪ সালে। এরপর শুরু হয় ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণা। ১৯৫০ সালের মধ্যে পঙ্গুত্ব, বাতব্যথা, প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপি উন্নত বিশ্বের বিভিন্ন হাসপাতালে নিউরোলজি, অর্থোপেডিকস ডিপার্টমেন্টের পাশাপাশি স্থান করে নেয়।



বাংলাদেশে বাত-ব্যথা পক্ষাঘাতগ্রস্ত রোগীদের যথাযথ চিকিৎসা হয় না। কারণে কর্মহীন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রোগ নিরাময় প্রতিরোধে প্রয়োজন যথাযথ ফিজিওথেরাপি চিকিৎসা পুনর্বাসন।



দীর্ঘমেয়াদি রোগ, বিশেষ করে বাত-ব্যথা পক্ষাঘাতের রোগীদের সমস্যা ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ফিজিওথেরাপি চিকিৎসা।



ফিজিওথেরাপি নেওয়ার আগে যিনি ফিজিওথেরাপি দিচ্ছে-তিনি সরকার অনুমোদিত ফিজিও রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য কিনা এবং এই সংক্রান্ত সার্টিফিকেট আছে কিনা কিংবা তিনি যে ফিজিওথেরাপি দিচ্ছেন তা বিজ্ঞানসম্মত কিনা সেটা নিশ্চিত হওয়া খুবই প্রয়োজনীয়। একজন প্রশিক্ষিত ফিজিওই পারেন এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা দিতে, অন্য কেউ নয়। সময়মত এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন, সচল কর্মক্ষম জীবন যাপন করুন।



মাংসপেশি হাড়ের সমস্যা, পোড়া রোগী, জন্মগতভাবে যেসব শিশু প্যারালাইসিস বা সেরিব্রাল পালসি মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত বা ঘাড়, হাত, পা বেঁকে যাওয়া ঠিক করতে পারে না, হৃদরোগ ফুসফুসের সমস্যা, শল্যচিকিৎসা, বার্ধক্যজনিত সমস্যা পঙ্গু পুনর্বাসনে ফিজিওথেরাপির বিকল্প নেই।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top