সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


চুল পড়া সমস্যা মাত্র ১ মাসে কমাবে


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৯ ০২:০১

আপডেট:
১১ মে ২০২৪ ০২:৩৫

চুল পড়া সমস্যা মাত্র ১ মাসে কমাবে

প্রভাত ফেরী, স্বাস্থ্য ডেস্ক : মাথা থেকে খুব দ্রুত চুল পড়তে শরু করেছে? শীঘ্রই একটা চকচকে টাক দেখা দেবে? এইরকম হলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। টাক সমস্যা সমাধান হয়তো চিকিৎসকই করতে পারেন। তবে আপনার চুল পড়া কমানোর জন্য আমরা আপনাকে প্রাকৃতিক উপায়ে একটি কন্ডিশনার তৈরির পদ্ধতি বলে দিতে পারি যা সপ্তাহে দুই দিন ব্যবহার করলে আপনার চুল পড়া কমে যাবে একমাসে শতকরা ৭০ ভাগেরও বেশি।



আপনি পেতে পারেন মাত্র মাসে চুল পড়ার সমস্যার সমাধন! তাহলে জেনে নিন সেই ফর্মুলা গুলো!



প্রয়োজনীয় উপকরণ:



 .দশটি জবা ফুল



 .একটা পাকা কলা



 .আধা কাপ নারকেল তেল



 .এক টেবিল চামচ অলিভ ওয়েল



 .এক টেবিল চামচ পেঁয়াজের রস



 . দুইটি ডিমের কুসুম



 . এক টেবিল চামচ লেবুর রস



 .এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার



 . এক টেবিল চামচ ঘৃতকুমারী পাতার নির্যাস



 ১০. দুই ফোঁটা ল্যাভেন্ডার বা গোলাপের সুগন্ধ



তৈরি পদ্ধতি ব্যবহার:



সবগুলো উপকরণ এক সাথে নিয়ে পেস্ট তৈরি করুন। ভালো ভাবে মেশাবেন। প্রয়োজনে ব্লেন্ডার করে নিতে পারেন। পেস্ট তৈরি হওয়ার পর চুল শ্যাম্পু করে ধুয়ে নিয়ে চুলের গোড়া থেকে ভালো ভাবে পেস্টটা মাখিয়ে নিন। পেস্ট চুলে যত্ন করে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। তারপর ভালো ভাবে ধুয়ে ফেলুন।



এইভাবে সপ্তাহে দুই দিন করে এক মাস ব্যবহার করে দেখুন। দেখবেন আপনার চুলপড়া কমে যাবে শতকরা ৭০ ভাগেরও বেশি। আর হ্যাঁ; পুষ্টিকর খাবার,  শাকসবজি, ফলমূল খাওয়া, পরিমান মতো পানি পান আর নিয়মিত ঘুম হালকা ব্যায়ামের কথা ভুলে যাবেন না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top