সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


আবারো বেড়েছে ডেঙ্গু রোগী, সারাদেশে নিহত ২


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৮

আপডেট:
১১ মে ২০২৪ ০০:৫৩

আবারো বেড়েছে ডেঙ্গু রোগী, সারাদেশে নিহত ২

প্রভাত ফেরী ডেস্ক: কয়েকদিনের ব্যবধানে আবারও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও কীটতত্ত্ববিদরা আভাস দিয়েছিলেন, সেপ্টেম্বর মাস জুড়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ওঠানামা করবে।  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।  এর আগের দিন শুক্রবার ডেঙ্গু রোগী ছিল ৬৩৪।



এর মধ্যে নতুন করে ডেঙ্গু রোগে দুজনের মৃত্যু হয়েছে।  বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সুরাইয়া (১৪)। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সির মেয়ে এবং স্থানীয় হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।  জানা গেছে, গত বুধবাররাত ৮টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি হয় সুরাইয়া। এ নিয়ে বরিশালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আটজনের মৃত্যু হলো।



অন্যদিকে বান্দরবানের রুমা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমার (বেবী বড়ুয়া) (৩২) মৃত্যু হয়েছে।  শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার সহধর্মিণী। এ ছাড়াও ডমেচিং রুমা সদর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন।



স্বাস্থ্য অধিদফতর তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন ডেঙ্গু রোগী। আর এ সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫১৩। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা আগেই বলেছিলেন, সেপ্টেম্বরে বৃষ্টিপাতের কারণে মশার উপদ্রব বাড়তে পারে। ফলে এ মাসে ওঠানামা করবে ডেঙ্গু রোগীর সংখ্যা। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যার দিকে নজর রাখবে বলেও জানিয়েছিলেন তিনি।



এ বছর সারা দেশে ৭৯ হাজার ৩৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন সারা দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ২৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৫৫ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১ হাজার ৬৭৪ জন ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ পর্যন্ত ৭৬ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন। শতকরা হিসেবে ৯৬ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top